দুঃস্বপ্নের পাওয়াপ্লে ভুলে যেতে চাইছেন শাহরুখ খান, হারের হ্যাটট্রিকেও খুশি বলিউডের বাদশা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কার্যত ঝোড়ো ব্যাটিংয়ের নিদর্শন দেখল ক্রিকেট বিশ্ব। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ২২০ রান তোলে, যার জবাবে কেকেআর দারুণ লড়াই করেও ২০২ রানে অল আউট হয়ে যায়। এরই সাথে হারের হ্যাটট্রিক করে ফেলল নাইটরা।
যদিও নাইটদের এই দুর্ধর্ষ লড়াইয়ের প্রশংসা করেছেন সহ কর্নধার তথা বলিউডের বাদশা শাহরুখ খান। যদিও তিনি ম্যাচ দেখতে আসতে পারছেন না স্টেডিয়ামে, কিন্তু বাইরে থেকে দলকে উৎসাহিত করতে লেগে পড়েছেন শাহরুখ। চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর দলের উদ্দেশ্যে বার্তা দেন শাহরুখ।
নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ নিজের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে কলকাতা নাইট রাইডার্সের লোগোকে ধরে আছেন তিনি। সেই ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, "হয়ত, সম্ভবত করা উচিত ছিল। কলকাতা নাইট রাইডার্স দারুণ খেলেছে আমার মনে হয়। (যদিও আমাদের ব্যাটিং পাওয়ারপ্লে ভুলে যাওয়া উচিত) খুব ভালো খেলেছো তোমরা। আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, দীনেশ কার্তিক চেষ্টা করো এটিকে অভ্যেস বানানোর। আমরা আবারও ফিরে আসব।"
আর এই পোস্ট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হারের পর সোশ্যাল মিডিয়ায় নাইটদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ শাহরুখ। আসলে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে তার আবেগ ও প্রত্যাশা গগনচুম্বী। ফলে বাকি সমর্থকদের মতই শাহরুখও চান কলকাতা নাইট রাইডার্স সাফল্য অর্জন করুক।