টসের কয়েন নিজের কাছে রাখতে চেয়েছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন, পাননি অনুমতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্ধর্ষ ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের নবনিযুক্ত অধিনায়ক মাত্র ৬৩ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু শেষ ওভারে আর্শদীপ সিংয়ের শেষ বলে আউট হয়ে রাজস্থানকে ম্যাচ জেতাতে পারেননি স্যামসন। তবে দুঃখের মাঝেও ম্যাচের আগের একটি মজার ঘটনা শেয়ার করলেন স্যামসন।
ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পাওয়া সঞ্জু স্যামসন স্বীকার করলেন, টসের কয়েনটি নিতে চেয়েছিলেন তিনি, এবং সেই কারণে পকেটেও রেখে ফেলেছিলেন। কিন্তু ম্যাচ রেফারি মানু নাইয়ার স্যামসনের থেকে কয়েনটি ফেরত নেন এবং রেখে দেওয়ার আবেদন নাকচ করে দেন।
এই নিয়ে ম্যাচের পর প্রেজেন্টেশন পর্বে এসে স্যামসন বলেছেন, “কয়েনটি দেখতে খুবই সুন্দর ছিল তাই আমি সেটি পকেটে রেখে দিয়েছিলাম, রেফারিকে জিজ্ঞেস করেছিলাম আমি নিতে পারি কিনা, কিন্তু তিনি না বলে দেন।“
এদিকে নিজের ব্যাটিংয়ের দ্বিতীয়ার্ধে যেভাবে ধরণ বদলেছিলেন, সেটিকে তার কেরিয়ারের সেরা হিসেবে বর্ণনা করেছেন স্যামসন। তিনি বলেছেন, “আমার মনে হয় ইনিংসের দ্বিতীয় ভাগে আমি আমার সেরা খেলা খেলেছি, নিজের সময় নিয়েছি আর বোলারদের সম্মান জানিয়েছি। যেখানে প্রথম ভাগে আমি টাইমিং করতে পারছিলাম না। আমি সিঙ্গলস নিয়ে একটি ছন্দের মধ্যে এসেছিলাম আর তারপর আমি আমার শট খেলতে শুরু করি দ্বিতীয়ার্ধে।“