আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির বিদায়ের মুহুর্ত নিয়ে কাহিনী শোনালেন রুতুরাজ গায়কোয়াড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্টের সন্ধ্যেবেলায় এক প্রকার সকলকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের এই হঠাৎ বিদায়ে হতবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। আর সেই মুহুর্তটিকে শেয়ার করলেন চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়।
সেই সময়ে চেন্নাই সুপার কিংসের সকল কয়েকজন ক্রিকেটার চেন্নাইয়ে অনুশীলন সারছিলেন, যার মধ্যে ছিলেন মহেন্দ্র সিং ধোনিও। আর সেই সময়ে হঠাৎই অবসর ঘোষণা করেন মাহি। অধিনায়কের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত ছিলেন না চেন্নাইয়ের সেই শিবিরের কোনও সদস্যই।
এই নিয়ে একটি সাক্ষাৎকারে রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, "আমার মনে আছে উনি গত বছর ১৫ আগস্ট অবসর ঘোষণা করেছিলেন। সেই দিন, আমরা ১০-১২ জন মিলে চেন্নাইয়ে অনুশীলন করছিলাম দুবাই রওনা হওয়ার আগে। সাড়ে ছয়টা নাগাদ অনুশীলন শেষ হয়েছিল এবং সাতটা নাগাদ মাহি ভাই সহ সবাই ডিনারে বসেছিলাম।"
এরপর রুতুরাজ বলেন, "আর তারপর হঠাৎ আমায় কেউ একজন ইনস্টাগ্রামে জানিয়েছে যে মাহি ভাই নিজের অবসর ঘোষণা করেছেন। এই ধরণের ঘটনা হওয়ার কোনও পরিস্থিতিই ছিল না সেই দিন, কোনও আলোচনা হয়নি, কেউ জানত না একেবারেই। আপনি ওনার সম্বন্ধে কিছুই বলতে পারবেন না, যা খুশি হতে পারে।"
আর ধোনির অবসরের খবরে তারা বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন, স্বীকার করলেন রুতুরাজ। তিনি বলেছেন, "আমি ওনাকে জিজ্ঞেস করার সাহস করিনি কারণ আমরা সকলে খুব কষ্টে ছিলাম। আমরা মেনে নিতে পারছিলাম না যে আমরা ওনাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখব না এবং ওনার মত এক ব্যক্তিত্ব এভাবে অবসর নিলেন। দুই থেকে তিন দিন লেগেছে ব্যাপারটার সাথে বুঝে নিতে। আমি শুধু নয়, সকলে যারা উপস্থিত ছিল, তাদেরও একই অবস্থা হয়েছিল।"
সেই দিন ধোনি নিজের ইনস্টাগ্রামে একটি পুরোনো দিনের গান দিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের কিছু ছোট ছোট মুহুর্তের ভিডিও পোস্ট করেন।