কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নীল জার্সি পড়ে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই সকল ফ্র্যাঞ্চাইজি সংযুক্ত আরব আমিরশাহিতে উপস্থিত হয়ে শেষ মুহুর্তের প্রস্তুতিতে মগ্ন। আগামী ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের অভিযান আবারও শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
তবে কলকাতার বিরুদ্ধে নিজেদের চিরাচরিত লাল-কালো জার্সি পড়ে নামবে না আরসিবি, বরং নীল জার্সি পড়ে নামবে বিরাট কোহলিরা। কিন্তু কেন? মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় আরসিবি জানিয়েছে, অতিমারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়া করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ জার্সি পড়বে তারা।
করোনার ফ্রন্টলাইন যোদ্ধারা পিপিই কিট পড়ে যেভাবে লড়াই করেছে, তাকে কুর্নিশ জানিয়ে পিপিই কিটের রঙের অনুকরণে জার্সি পড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে পরিবেশ রক্ষার জন্য সবুজ জার্সি পড়েও অনেক বার নামত আরসিবি। আর এবার আরও এক নয়া উদ্যোগে মেতেছে বিরাট কোহলির দল।
বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং এবারের আইপিএল জেতার ক্ষেত্রে বড়সড় দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে বিরাট-এবিডিরা।