আইপিএল খেতাবের ছক্কা হাঁকাবেন রোহিত শর্মা, নিশ্চয়তা রাহুল চাহারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই ইন্ডিয়ান্সের মত তারকা সমৃদ্ধ টিমে নবাগত হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রাহুল চাহার। গত মরশুমে ১৫টি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন রাহুল। আর এই বছর সেই একই কাজ করতে চাইছেন তিনি।
ইতিমধ্যেই দলের সাথে থেকে ২০১৯ ও ২০২০ সালে আইপিএল খেতাব জিতেছেন রাহুল, এবং তিনি নিশ্চয়তা দিলেন, অধিনায়ক রোহিত শর্মা এই বার ছয় নম্বর খেতাবটি কায়েম করবেন। এই নিয়ে বিশিষ্ট একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চাহার বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের ষষ্ঠ খেতাবটি পাবে। যেভাবে ছেলেরা পারফর্ম করছেন এবং ফর্মে রয়েছে, বিশেষ করে রোহিত ভাই (রোহিত শর্মা), হার্দিক, ক্রুণাল, সুর্য (সূর্যকুমার যাদব) এবং ইশান কিশান, দলটিকে অত্যন্ত শক্তিশালী লাগছে আর ফেভারিট নিজেদের ষষ্ঠ এবং টানা তৃতীয় খেতাব জেতার জন্য। আমি নিশ্চিত রোহিত ভাই খেতাবের ছক্কা হাঁকাবেন এই মরশুমে।“
এরপর রাহুল বলেছেন, “রোহিত ভাই, হার্দিক এবং পোলার্ড আমাদের দলের তারকা খেলোয়াড়। ওদের ক্ষমতা রয়েছে ম্যাচকে যে কোনও মুহুর্তে ঘুরিয়ে দিতে। এই তিনজন বাদ দিয়ে, আমার মনে হয় সূর্য এবং ইশান এই মরশুমে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওরা দুর্দান্ত ফর্মে রয়েছে।“
সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জাতীয় দলে ফিরেছেন রাহুল চাহার এবং দ্বিতীয় টি২০ ম্যাচে জনি বেয়ারস্টো এবং ডেভিড মালানকে আউট করেন তিনি। এই নিয়ে রাজস্থানের এই স্পিনার বলেছেন, “আমি প্রায় দেড় বছর পর ভারতীয় দলে কামব্যাক করেছি। খুবই ভালো লেগেছিল দলে ফিরে আসতে পেরে। অপেক্ষাটা খুব বড় ছিল। আমি আমার বোলিংয়ে অনেক কাজ করেছি। আমি নির্দিষ্ট জায়গায় কাজ করেছি। আমি ধারাবাহিক হতে চাই এবং দলের হয়ে যত বেশি সম্ভব খেলতে চাই। আমি তিনটি ফর্ম্যাটে খেলতে চাই।“
এরপর রাহুল বলেছেন, “আমি কৃতিত্ব দিতে চাই আমার তাউজি এবং জাহির স্যারকে। জাহির স্যার খুব বড় ভূমিকা রেখেছেন আমার খেলাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে। উনি আমায় এবং আমার বোলিংকে খুব ভালোমত বোঝেন। উনি সর্বদা আমায় উপদেশ দেন।“
গত দুই মরশুমের মত এই মরশুমেও মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান স্পিনার হিসেবে অবতরণ করবেন রাহুল চাহার। আর রাহুলের পারফর্মেন্সের উপর অনেকটা নির্ভর করবে মুম্বইয়ের খেতাব রক্ষার প্রশ্ন।