"গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পাওয়াটা হতাশার" - নাম না করে কাকে নিশানা করলেন রোহিত?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার রাঁচিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরল ভারত। এর ফলে এক ম্যাচ বাকি থাকতে ৩-১ ফলে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে ম্যাচ শেষেও আক্ষেপ ঝরে পড়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখে।
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে রোহিত জানিয়েছেন, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পাওয়াটা হতাশার। এই নিয়ে রোহিত বলেছেন, "কখনই ভালো লাগে না যখন আপনি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পান না। কিন্তু দল হিসেবে আমরা কিছু করতে পারি না। ওদের জায়গা পূরণ করা সহজ নয়, তবে ওরা দারুণভাবে সেই কাজটি করেছে।"
আরও পড়ুন - রাজনৈতিক নেতার ছেলেকে বকাঝকা করার কারণে নিজের রাজ্য সংস্থার কাছে অপমানিত এই তারকা ভারতীয় ক্রিকেটার!
অনেকে মনে করছেন, বক্তব্যটি রোহিত বিরাট কোহলির উদ্দেশ্যে করেছেন। স্ত্রী অনুষ্কা শর্মার সন্তানপ্রসবের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেননি বিরাট। তবে নিজের বক্তব্যে বিরাট ও ঋষভ পন্থের অনুপস্থিতির কথা তুলে ধরেছেন রোহিত।
তিনি বলেছেন, "বিরাট কোহলি ও ঋষভ পন্থ সব ধরণের পরিস্থিতিতে খেলার মত খেলোয়াড়। এদের না পাওয়াটা বড় ধাক্কা আমাদের কাছে, কিন্তু তরুণ খেলোয়াড়রা ভালোভাবে এটির জবাব দিয়েছে।"
আরও পড়ুন - রোহিতের অর্ধশতরান, গিল-জুড়েল পার্টনারশিপে সিরিজ জয় ভারতের
এদিকে সিরিজ জেতা নিয়ে রোহিত বলেছেন, "এটি খুবই লড়াকু একটি সিরিজ ছিল। চার টেস্ট শেষে জেতার জায়গায় দাঁড়িয়ে থাকতে পেরে গর্বিত লাগছে। আমি খুশি আমরা যা চেয়েছিলাম সেটিই অর্জন করতে পেরেছি, আর সেটি পেরেছি কিছু প্রত্যয়ী ও ধীরস্থির স্বভাবের কিছু ছেলেদের জন্য।"
"টেস্ট ক্রিকেট খেলা সব থেকে বড় চ্যালেঞ্জ, কিন্তু ছেলেদের খেলা সব সময় নজর কেড়েছে। রাহুল দ্রাবিড় আর আমার কাজ ছিল শুধু সব বিষয়কে ঠিকঠাক রাখা।"