দিল্লির কাছে হারার পর বড় শাস্তির মুখে পড়লেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার উত্তেজক ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ছয় উইকেটে হারে মুম্বই ইন্ডিয়ান্স। আর এরই সাথে নিজেদের চেন্নাই সফর শেষ করল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচ হেরেও অস্বস্তি মিটল না ফ্র্যাঞ্চাইজির। শাস্তির মুখে পড়লেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।
দিল্লির বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য অধিনায়ক হিসেবে রোহিতকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারির রিপোর্ট পাওয়ার পর এই শাস্তি প্রদান করা হয় রোহিতকে। তবে এটি রোহিতের প্রথম অপরাধ হওয়ায় কেবল ১২ লক্ষ টাকা জরিমানা দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে।
দ্বিতীয়বারের অপরাধে অধিনায়ককে ২৪ লক্ষ টাকা এবং প্লেয়িং একাদশের বাকি সদস্যদের ছয় লক্ষ টাকা অথবা ম্যাচ ফিয়ের ২৫ শতাংশ দিতে হবে। আর যদি তৃতীয়বার অধিনায়ক এই অপরাধ করে, তাহলে অধিনায়ককে এক ম্যাচের সাসপেনশন সহ ৩০ লক্ষ টাকা জরিমানা করতে হবে এবং বাকি খেলোয়াড়দের ম্যাচ ফিয়ের ৫০ শতাংশ অথবা ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
যদিও দ্বিতীয় ইনিংসে রোহিত চোটের জন্য বেশিক্ষণ মাঠে থাকেননি, যার জেরে মাঠে নেতৃত্ব দিচ্ছিলেন সহ অধিনায়ক কাইরন পোলার্ড। এদিকে ব্যাট হাতে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত। কিন্তু ব্যাটিং ব্যর্থতার জেরে মুম্বই কেবল ১৩৭ রানই তুলতে পারে।