যেন নতুন করে অভিষেক করছি! ক্রিকেটে ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঋষভ পন্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর অবশেষে ময়দানে নামছেন ঋষভ পন্থ। সম্প্রতি বিসিসিআইয়ের তরফ থেকে পন্থকে ফিট ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে পুনরায় নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন এই তারকা উইকেটকিপার ব্যাটার।
এই নিয়ে ঋষভ পন্থ বলেছেন, "আমি উচ্ছ্বসিত এবং একইসাথে চিন্তিতও বটে। মনে হচ্ছে আবারও আমি অভিষেক করতে নামছি। আমি আমার সকল শুভাকাঙ্খী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে বিসিসিআই ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়। তাদের ভালোবাসা ও সমর্থন সব সময় আমায় অপরিসীম শক্তি দেয়।"
আরও পড়ুন - KKR-এর হয়ে সেরাটা দিতে চান আন্দ্রে রাসেলের ভক্ত রমনদীপ সিং
দিল্লি ক্যাপিটালসের প্রাক-মরশুম শিবিরে যোগ দিয়ে পন্থ বলেছেন, "দিল্লি ক্যাপিটালস ও আইপিএলের মত একটা প্রতিযোগিতা, যেখানে আমি খেলতে ভালোবাসি, সেখানে ফিরতে পেরে ভালো লাগছে। দলের কর্ণধাররা ও সাপোর্ট স্টাফ সব সময়ে আমার সাথে থেকেছেন এবং প্রতিটা পদক্ষেপে পূর্ণ সমর্থন, সাহচর্য ও সঙ্গ দিয়ে এসেছেন, যার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি আমার ডিসি পরিবারের সাথে পুনরায় যুক্ত হওয়ার জন্য এবং সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।"
শেষবার ঋষভ পন্থকে দেখা গিয়েছিল ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। আগামী ২৩ মার্চ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস তাদের আইপিএল ২০২৪ অভিযান শুরু করবে মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।