মৃত্যুকে জয় করে ক্রিকেটে প্রত্যাবর্তন ঋষভ পন্থের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনার কারণে দীর্ঘ ১৫ মাস মাঠের বাইরে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। শারীরিক অসুস্থতা কাটিয়ে শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামেন দিল্লির অধিনায়ক।
আরও পড়ুন: দিল্লির বুকে বাঙালির রাজত্ব! পঞ্জাবের বিরুদ্ধে শেষ ওভারে ঝড়ো ইনিংস অভিষেক পোড়েলের
মৃত্যুকে জয় করে ব্যাট হাতে এদিন যখন নামলেন গোটা মাঠ তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিল। কিন্তু পন্থ পারলেন না বড় রান করতে। এদিন তিনি ১৩ বল খেলে করলেন ১৮ রান। তাঁর ইনিংসে ছিল দুটো চার। বাকিটা তিনি রান নিয়ে করেন। হর্ষল প্যাটেলের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। ঋষভ কামব্যাক ম্যাচে মাত্র ১৮ রান করেছেন। এই ম্যাচেই আইপিএলে ৪০০তম বাউন্ডারির রেকর্ড গড়লেন। যা মাইলস্টোন। ম্যাচের পরে কথা বলার সময়, পন্থ বলেন, “ব্যক্তিগতভাবে আমি বেশ নার্ভাস ছিলাম কিন্তু মাঠে নামলেই আপনাকে এর মধ্য দিয়ে যেতে হবে। এটি প্রথমবার নার্ভাস নয়। আমি মনে করি আমরা যথেষ্ট দান করেছিলাম কিন্তু যেহেতু আমরা একজন বোলার কম নিয়ে খেলছিলাম চোটের কারণে তাই বেশি কিছু করতে পারিনি।” তবে পাঞ্জাব ম্যাচ এখন অতীত, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৮ মার্চ বৃহস্পতিবার মুখোমুখি হবে দিল্লি।