এক ছক্কায় পেট ভরবে ৫ দুঃস্থ শিশুর! মানবিক ঋষভ ভক্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রায় দেড় বছর পর মাঠে ফিরেছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। দিন কয়েক পর ঋষভ আইপিএলে খেলবেন। দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন, রিহ্যাব পর্ব কাটিয়েছেন। এ বার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে ঋষভ আইপিএলের আগে পৌঁছে গিয়েছেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। দিল্লি ক্যাপিটালসের সতীর্থদের সঙ্গে খোশ মেজাজে দেখা গিয়েছে ঋষভকে। নেটে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি।
পন্থের সুস্থ ভাবে মাঠে ফেরার জন্য তাঁর এক ভক্ত একাধিক দুঃস্থ ব্যক্তি ও বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছেন। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ঋষভের সেই ভক্ত তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছেন, "আবার সুস্বাগতম ঋষভ পন্থ। সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য নয়, যেদিন আমি সেই ঘটনার কথা শুনেছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি শুধু তাঁকে সুস্থ করে দেওয়ার জন্য। আমি ঠিক করেছিলাম যখনই তিনি ফিরে আসবেন, আমি তাঁর জন্য বিশেষ সেলিব্রেশন করব। ১০০টি খাবারের প্যাকেট অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছি।"
আরও পড়ুন: ভালো খেলার পুরস্কার,অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলে কলকাতা ডার্বিতে নজরকাড়া দুই তরুণ ফুটবলার
এখানেই শেষ নয়, "এই আইপিএলে তিনি যত ছয় মারবেন, আমি ৫ জন ব্যক্তিকে খাবার খাওয়াব। আমার জীবদ্দশায় আমি কখনও ভাবিনি যে আমি কারও সঙ্গে এতটা আবেগ তাড়িত হয়ে যুক্ত হব। ঈশ্বরের কাছে চির কৃতজ্ঞ।"