সামনে বিরাট লক্ষ্য, তারই মাঝে খুদে ভক্তদের আদরের আবদার মেটালেন রিঙ্কু সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আসন্ন ২০২৪ আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় জাতীয় দল তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। এই মুহূর্তে তাকে দলের এক্স ফ্যাক্টর বলা খুব ভুল কিছু নয়। তবে আইপিএলের পারফরমেন্সের উপর নির্ভর করছে আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি থাকবেন কিনা।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। তাতে দেখা যাচ্ছে রিঙ্কু বেশ কিছু খুদে ভক্তদের আবদার মেটাচ্ছেন সই করে। কেউ কেউ আবার সই করে দিতে বলছে ঘাড়ে বা কপালে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আরও পড়ুন- বাউন্ডারি লাইনের ধারে অসাধারণ ক্যাচ বল বয়ের! শোরগোল পাকিস্তান সুপার লিগে
নাইট দলের এই এক্স ফ্যাক্টর আগে বহুবার ট্রোলের শিকার হয়েছেন খারাপ পারফরমেন্সের কারণে। তবে গুজরাট টাইটেনস এর বিরুদ্ধে এক ওভারে পাঁচটি ছয় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তারপরেও বহু ম্যাচে তিনি নজর কেড়েছেন। যার ফলস্বরূপ জায়গা করে নিয়েছেন ভারতের জাতীয় দলে ।
এখনো পর্যন্ত রিঙ্কু ১৫ টি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে খেলেছেন। যার মধ্যে টি-টোয়েন্টিতে তার সর্বমোট রান ৩৫৬ এবং ওয়ানডেতে ৫৫। অন্যদিকে আইপিএলে ৩১ টি ম্যাচ খেলে ৭২৬ রান করেছেন ১৪২.১৬ ট্রাইক রেটে। যার মধ্যে রয়েছে চারটি অর্ধশতরান।
আরও পড়ুন- সেমিফাইনাল হারে অধিনায়ককে দোষারোপ! তামিলনাড়ু কোচকে এক হাত নিলেন দীনেশ কার্তিক
এখনও পর্যন্ত প্রথম ২১টি ম্যাচের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। বাকি তালিকা প্রকাশ করা হবে ভারতের সাধারণ ভোট নির্বাচনের পর।