রিপোর্ট : দিল্লি ক্যাপিটালসে আবারও যোগ দিতে পারেন রবিচন্দ্রন অশ্বিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক সপ্তাহ আগে দিল্লি ক্যাপিটালসের চেন্নাই শিবির ছেড়ে মাঝপথে চলে যান তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনটাই জানিয়েছিলেন অশ্বিন। এমনকি, ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল।
কিন্তু এবার যা খবর, তাতে দিল্লির শেষের দিকে ম্যাচগুলিতে আবারও যোগ দিতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। একাধিক রিপোর্ট অনুযায়ী, ফাইনাল লেগ অর্থাৎ কলকাতায় তিনি আবারও দিল্লি দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও এই নিয়ে সরকারি কোনও বিবৃতি পেশ করেননি অশ্বিন কিংবা দিল্লি ক্যাপিটালস।
ফলে কলকাতায় দিল্লির শিবিরে যোগ দিতে গেলে অশ্বিনকে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং বিসিসিআই এর নির্দেশিকা অনুযায়ী করোনা টেস্টে নেগেটিভ আসতে হবে। কলকাতায় দিল্লি ক্যাপিটালস পাঁচটি ম্যাচ খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স।
অশ্বিনের বিদায়ের কয়েক দিন পর তার স্ত্রী প্রীতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তাদের পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং সেই জন্য তারা চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থায় রবিচন্দ্রন অশ্বিন পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন।