রিপোর্ট : একটি নয়, ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিনটি ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ফেব্রুয়ারি মাসে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ আন্তর্জাতিক খেলার কথা রয়েছে। সূচি অনুযায়ী, ওয়ানডে আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ম্যাচটি হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে।
কিন্তু এবার যা সম্ভাবনা, তাতে একটির জায়গায় তিনটি ম্যাচ আয়োজনের সুযোগ পেতে চলেছে কলকাতা। আসলে, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে খুব বেশি জায়গায় সিরিজ আয়োজন করতে চাইছে না বিসিসিআই। আর সেই কারণে কেবল দুটি স্টেডিয়ামে ওয়ানডে ও টি২০ আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে চাইছে।
যা খবর একটি সিরিজ আহমেদাবাদে, আর একটি সিরিজ কলকাতায় আয়োজন করা হবে। যদিও কোন ফর্ম্যাটের সিরিজ আয়োজিত হবে কলকাতায়, সে নিয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি।
এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, "বিসিসিআইয়ের ট্যুর ও ফিক্সচার কমিটি বুধবার বৈঠকে বসেছিল। শুরুতে ভাবা হয়েছিল যে এই সিরিজটি একাধিক মাঠে আয়োজিত হবে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে, কমিটি পরামর্শ দিয়েছে যে সাদা বলের সিরিজ কেবল দুটি মাঠে অনুষ্ঠিত হবে, আহমেদাবাদ ও কলকাতায়।"