রিপোর্ট : মুম্বই বনাম চেন্নাইয়ের লড়াই দিয়েই এই দিনে শুরু হবে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। এবং যা সম্ভাবনা, তাতে আইপিএলের দুই সফলতম ও চিরপ্রতিদ্বন্দ্বী দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়েই পুনরায় শুরু হতে পারে আইপিএল ২০২১। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর পুনরায় শুরু হবে আইপিএল ২০২১। আর ফাইনাল হবে ১৫ অক্টোবরে।
এই নিয়ে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলের এক সূত্র জানিয়েছেন, "হ্যাঁ, আমরা আগামী ১৯ সেপ্টেম্বর মুম্বই-চেন্নাই খেলা দিয়ে শুরু করতে চলেছি। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে যথাক্রমে ১০ ও ১৩ অক্টোবর এবং এলিমিনেটর হবে ১১ অক্টোবরে। বাকি ম্যাচগুলির পূর্ণাঙ্গ সূচি দলগুলিকে দেওয়া হবে।"
এদিকে বিসিসিআই আশাবাদী, আইপিএল ২০২১ এর বাকি ম্যাচগুলির জন্য বিদেশী খেলোয়াড়দের পাওয়া যাবে। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা তাদের খেলোয়াড়দের ছাড়বে না। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাথে কথাবার্তা ইতিবাচক হয়েছে বিসিসিআইয়ের, এবং আশা করা যায়, ক্যারিবীয় খেলোয়াড়রা আইপিএলের বাকি ম্যাচে থাকবেন।