রিপোর্ট : আইপিএল ছেড়ে দেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একে একে সকল বিদেশীই, বিশেষ করে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা আইপিএলের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন। লিয়াম লিভিংস্টোন, অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা ইতিমধ্যেই দেশে ফেরার কথা ঘোষণা করেছে। এবার যা সম্ভাবনা, তাতে অস্ট্রেলিয়ার দুই সুপারস্টার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারও দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন।
এই মুহুর্তে অস্ট্রেলিয়ার সরকার বর্তমানে ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত থেকে আগত সমস্ত বিমান বাতিল করার চিন্তাভাবনা করছে। আর এর জেরে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা দেশে ফেরার চিন্তাভাবনা করতে শুরু করেছে। আর এর জন্য ইতিমধ্যেই নিজেদের ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথা বলছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক, এবং স্মিথ দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার।
একটি নিউজ রিপোর্টের বক্তব্য অনুযায়ী, "অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, যার মধ্যে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ রয়েছেন, আশা করছে যাতে সীমানা বন্ধ হওয়ার আগে দেশে ফিরে যাওয়া যায়। অন্তত ৩০ অস্ট্রেলিয়ান খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকাররা ভারত ছাড়তে চাইছেন বর্তমান পরিস্থিতির কথা বিচার করে।"
এদিকে এই সম্ভাবনার কথা আগাম জানিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডেভিড হাসি এবং রাজস্থান রয়্যালসের অসি পেসার অ্যান্ড্রু টাই। এনারা বলেছিলেন যে কিছু অস্ট্রেলীয় খেলোয়াড় দেশে ফিরে যেতে উদ্যোগী হয়েছেন।