রিপোর্ট : আইপিএল ১৪ শুরুর আগে করোনা টিকা নিতে অস্বীকার করেছিলেন ক্রিকেটাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ৪ মে জৈব সুরক্ষা বলয়ে করোনা সংক্রমণের কারণে আইপিএল ১৪ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। আর তারপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যার জন্য এই করোনা আক্রান্তের ঘটনাগুলি উঠে এসেছে।
এখন যে তথ্য উঠে এসেছে, তা হল, আইপিএল শুরুর আগে করোনার টিকা নেওয়ার সুযোগ ছিল ক্রিকেটারদের জন্য, কিন্তু সেই টিকা নিতে অস্বীকার করেছিলেন তারা। সম্প্রতি বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ সহ একাধিক তারকা ভারতীয় ক্রিকেটার করোনার টিকা নিয়েছেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে সুযোগ থাকলেও টিকা নেননি ক্রিকেটাররা।
এই নিয়ে আইপিএল ১৪ এর আয়োজনকারী এক সূত্র জানিয়েছে, খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয়কে সুরক্ষিত মনে করেছিলেন বলে টিকা নেয়নি। এই নিয়ে সেই সূত্র বলেছেন, "খেলোয়াড়রা টিকা নিতে অস্বীকার করেছিল যখন তাদের অফার করা হয়েছিল। এতে ওদের কোনও দোষ নেই, এটি স্রেফ না জানার ফল। খেলোয়াড়রা ভেবেছিলেন যে বলয়ে তারা অনেকটাই সুরক্ষিত রয়েছেন এবং সেই কারণে তারা টিকা নেননি। ফ্র্যাঞ্চাইজিরাও এই বিষয়ে জোর দেয়নি। কিন্তু তারপর বিষয়টি আমাদের হাত থেকে বেরিয়ে যায়।"
প্রথমে কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র, আর তারপর চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ও বাস ড্রাইভার - এভাবে একের পর এক করোনা আক্রান্তের খবর আসার পরেই আইপিএল স্থগিতের নির্দেশ দেয় বিসিসিআই। স্থগিতের পরেও এসেছে করোনা আক্রান্তের খবর।