অস্ত্রোপচারে এ কি কান্ড! আর্চারের শরীরে মিলল কাঁচের টুকরো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতের বিরুদ্ধে টেস্ট ও টি২০ সিরিজে খেললেও ওয়ানডে সিরিজ থেকে হঠাৎই বেরিয়ে যান ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। জানা যায়, কাঁধের চোটের চিকিৎসার জন্য দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে। তারপর হঠাতই জানা যায়, আর্চারের আঙুলেও বড় চোট রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কি কারণে আর্চারের আঙুলের চোট এত গুরুতর হল? এর কারণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
এই ঘটনাটি বলেছেন ইংল্যান্ডের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলে জাইলস। প্রাক্তন এই অফস্পিনার জানিয়েছেন, সোমবার আর্চারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু তার ডান হাতের মধ্যমা থেকে কাঁচের টুকরো পাওয়া যায়, যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আসলে গত জানুয়ারি মাসে ইংল্যান্ডের হোভে নিজের বাড়িতে মাছের ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে ভেঙে ফেলেন আর্চার, আর তার জেরে আঙুল কেটে যায়।
এই নিয়ে অ্যাশলে জাইলস বলেছেন, “এটি শুনতে অনেকটা গল্পের মত শোনাবে এবং আমি বুঝতে পারছি এটি শোনার পর টুইটারে কি প্রতিক্রিয়া হবে যখন আমি এটি বলব। কিন্থু হ্যাঁ, উনি (আর্চার) বাড়িতে পরিষ্কার করছিলেন। ওনার একটি মাছের ট্যাঙ্ক রয়েছে। সেই ট্যাঙ্ক উনি ফেলে দিয়েছেন, হাত কেটেছেন, আর এখন উনি অস্ত্রোপচারে রয়েছেন।“
এরপর জাইলস বলেন, “উনি সেই চোট থেকে ভালোমতই ফিরে এসেছেন। ভারতে সেটি ভালোমতই সামলানো হয়েছিল, যখন দেশে এসেছিলেন তখন আঙুলে কোনও গভীর ক্ষত ছিল না। তাতেও ওনার খেলা আটকায়নি, কিন্তু কাঁধে ইঞ্জেকশন দিয়ে তিনি বাড়ি আসার পর একজন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন কারণ ওনার আঙুল একটু সমস্যা করছিল।“
শেষে জাইলস জানিয়েছেন, আর্চারের আঙুল থেকে কাঁচের টুকরো পাওয়া গিয়েছে। সে নিয়ে তিনি বলেছেন, “ডাক্তাররা অস্ত্রোপচার করেছেন এবং আমার মনে হয় তারা অল্প কাঁচের টুকরো পেয়েছে। অবশ্যই সেটি ঠিক হয়ে গিয়েছিল কিন্তু মাছের ট্যাঙ্কের কিছু অংশ ওনার আঙুলে ছিল।“
গত আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে নির্বাচিত জোফ্রা আর্চার এই বছর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলবেন কিনা, সে নিয়ে সন্দেহ রয়েইছে। আগামী সপ্তাহে এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।