টসে জিতলেন বিরাট, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আরসিবির! এই নবাগতকে সুযোগ দিল কলকাতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে টস ভাগ্য ভালো চলল বিরাট কোহলির। আইপিএল ২০২১ এর ৩১তম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। এবং দুই দলেই এসেছেন এই নয়া খেলোয়াড়রা।
কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যান সুযোগ দিলেন পেসার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অভিষেক করছেন শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হসরঙ্গা ও ভারতের উইকেটকিপার কে এস ভরত। এদিকে প্যাট কামিন্সের জায়গায় সুযোগ পেয়েছেন কিউই পেসার লকি ফার্গুসন, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং শক্তি বাড়াতে হাজির করা হয়েছে শচীন বেবিকে।
কলকাতা নাইট রাইডার্স প্লেয়িং একাদশ – শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারাইন, ভেঙ্কটেশ আইয়ার, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লেয়িং একাদশ – বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, কেএস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, শচীন বেবি, কাইল জেমিসন, হর্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।