ভারতকে ঘোল খাওয়ানো স্পিনার হসরঙ্গা সহ তিন তারকাকে তুলে চমক আরসিবির! নিযুক্ত নয়া কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর প্রথম পর্যায়ে দারুণ পারফর্ম করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ জিতে তৃতীয় স্থানে রয়েছে আরসিবি। এই পরিস্থিতিতে দ্বিতীয় লেগে ভালো পারফর্মেন্স বজায় রাখতে দলে বেশ কিছু পরিবর্তন করল বিরাট কোহলির দল।
আর এই পরিবর্তনের মধ্যে সব থেকে বড় চমক হল শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হসরঙ্গাকে তুলে নেওয়া। সদ্য ভারতের বিরুদ্ধে ওয়ানডে ও টি২০ আন্তর্জাতিক সিরিজে মোট ১০ উইকেট নিয়েছেন হসরঙ্গা, বর্তমানে আইসিসি বোলারদের টি২০ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এই লেগ স্পিনার। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নিজেকে টুর্নামেন্ট থেকে বাইরে রাখার জেরে তার পরিবর্ত হিসেবে আনা হয়েছে হসরঙ্গাকে।
এদিকে অজি পেসার ড্যানিয়েল স্যামস ও কিউই উইকেটকিপার ব্যাটসম্যান ফিন অ্যালেন জাতীয় দলের দায়িত্ব পালন করায় তাদের পরিবর্তে আনা হয়েছে যথাক্রমে শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা ও সিঙ্গাপুরের ব্যাটিং অলরাউন্ডার টিম ডেভিডকে। শ্রীলঙ্কার হয়ে ভালো পারফর্ম করে এসেছেন চামিরা, এদিকে সদ্য পাকিস্তান সুপার লিগে চমক দেখিয়েছেন টিম ডেভিড।
এছাড়া কোচিংয়েও এসেছে বড় পরিবর্তন। আরসিবির হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন অজি ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ। মূলত ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটিচ। এবং ক্যাটিচের পরিবর্তে দলের দায়িত্ব পালন করবেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর মাইক হেসন।