টপ অর্ডার ও বিদেশি কম্বিনেশন নিয়ে চিন্তায় ম্যানেজমেন্ট, দেখে নিন আরসিবির সম্ভাব্য একাদশ

সব্যসাচী ঘোষ : হেভিওয়েট লড়াইয়ের মাধ্যমে শুরু হতে চলেছে এবারের আইপিএল। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই পরিস্থিতিতে দলগঠন নিয়ে কিছুটা চিন্তা রয়েছে আরসিবি টিম ম্যানেজমেন্টে, আর তার মূল কারণ হচ্ছে ওপেনার দেবদত্ত পাডিক্কালের অনুপস্থিতি।
পাডিক্কাল না থাকায় ওপেনিং কম্বিনেশন নিয়ে বসতে হচ্ছে আরসিবিকে। স্বয়ং বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন যে তিনি এবার আরসিবির হয়ে ওপেন করবেন, যা সম্মতি দিয়েছেন ক্রিকেট অপারেশনসের ডিরেক্টর মাইক হেসন। কিন্তু পাডিক্কাল না থাকায় মহম্মদ আজহারউদ্দিন নিজের আইপিএল অভিষেক করতে পারেন, এবং কেরালার এই উইকেটকিপার আরসিবির হয়ে কিপিংও করে দেবেন, যার ফলে বিশ্রাম পাবেন এবি ডি ভিলিয়ার্সও।
এদিকে মিডল অর্ডারে এবি ডি ভিলিয়ার্স এবং গ্লেন ম্যাক্সওয়েলের আগ্রাসী লাইন আপের মাঝে দারুণ কাজ করতে পারেন রজত পাতিদার। মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যানের ঘরোয়া টি২০ ক্রিকেটে স্ট্রাইক রেট ১৪৩.৫, সুতরাং মিডল অর্ডারে আরসিবির জন্য বেশ বিস্ফোরক লাইন আপ হতে চলেছে সে নিয়ে সন্দেহ নেই। এর জেরে তিন নম্বরে নামবেন ডি ভিলিয়ার্স, আর চার ও পাঁচ নম্বরে ফ্লোটারের ভূমিকা নেবেন ম্যাক্সওয়েল এবং পাতিদার।
এদিকে অভিজ্ঞ অসি অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এই লাইন আপে আসতে পারেন। চেন্নাইয়ের ধীরগতির পিচে ক্রিশ্চিয়ানের বৈচিত্র্যময় পেস বোলিং ঝামেলায় ফেলতে পারে মুম্বইকে। পাশাপাশি আরসিবির চিরকালীন সমস্যা অর্থাৎ বোলিংয়ে অপশনও বাড়বে। আর ব্যাটিংয়ে শেষের দিকে বিধ্বংসী ভূমিকা নিতে পারেন তিনি। হয়ত ছয় নম্বরে নামবেন তিনি এই ব্যাটিং লাইন আপে। আর সাত নম্বরে নামবেন তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
শেষে, আরসিবির বোলিং লাইন আপও বেশ ভালো মনে হচ্ছে এই বার। একদিকে নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ এবং ১৫ কোটি টাকা দিয়ে কেনা কিউই পেসার কাইল জেমিসনের দুরন্ত পেস বোলিং, অন্যদিকে যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর এবং গ্লেন ম্যাক্সওয়েলের কার্যকরী স্পিন অ্যাটাক। আর অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের মিডিয়াম পেস। সব মিলিয়ে বেশ সাজানো গোছানো একাদশ হতে চলেছে আরসিবির।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ – মহম্মদ আজহারউদ্দিন (উইকেটকিপার), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।