জয়ের ধারা ধরে রাখতে কেকেআরের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলে দারুণ শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির নেতৃত্বাধীন এই ফ্র্যাঞ্চাইজি নিজেদের প্রথম দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে। এবার সামনে শক্তিশালী কলকাতা নাইট রাইডার্স। দুই ম্যাচ জিতে লিগের শীর্ষে থাকা আরসিবি কি আদৌ কোনও পরিবর্তন করবে?
সম্ভবত নয়। জয়ের মোমেন্টাম ধরে রাখতে একই একাদশ নিয়েই নামবে আরসিবি। ব্যাটিংয়ে গ্লেন ম্যাক্সওয়েল দুই ম্যাচেই ঝড় তুলেছেন, এদিকে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স সর্বদাই ভরসাযোগ্য, আর দেবদত্ত পাডিক্কালও নিজের ফর্ম ফিরে পেয়েই যাবেন। সুতরাং ব্যাটিংয়ে কোনও পরিবর্তন হবে না। যদিও টপ অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা করার পালা হয়ত কলকাতার বিরুদ্ধে নাও করতে পারেন কোহলি।
এদিকে বোলিংয়ে দুই ম্যাচেই মূল ভূমিকা নিয়েছেন দুই অ-তারকা হিসেবে বিবেচিত হর্ষাল প্যাটেল এবং শাহবাজ আহমেদ। ফলে এই দুই বোলার থাকছেনই প্রথম একাদশে। এদিকে যুজবেন্দ্র চাহাল এবং মহম্মদ সিরাজ এই বোলিং লাইন আপের ভরসা হিসেবে থাকবেন। আর ওয়াশিংটন সুন্দরের স্পিন ও ড্যান ক্রিশ্চিয়ানের বৈচিত্র্য পেস বেশ কাজে আসবে আরসিবির জন্য। সব শেষে কাইল জেমিসনের দুরন্ত গতি তো আছেই।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ - বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, হর্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ।