বিশ্বের এই বড় ব্র্যান্ডকে নিজেদের স্পনসর হিসেবে পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলে যখন বিশ্বের সবথেকে বড় ক্রিকেট দেশের অধিনায়ক থাকে, তখন ব্র্যান্ডিং এমনিই আসবে। আর সেই কারণে এবার বিশ্বের অন্যতম বৃহত্তম স্পোর্টস ব্র্যান্ড পুমাকে নিজেদের কিট স্পনসর হিসেবে পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় আরসিবি একটি ভিডিও প্যাকেজের মাধ্যমে খবরটি প্রকাশ করে।
এই জার্মান সংস্থার সাথে আগামী তিন বছরের জন্য পার্টনারশিপ শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগামী ১ এপ্রিল পুমার ডিজাইন হওয়া নয়া জার্সি উদ্বোধন করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই চুক্তির ফলে আরসিবির যাবতীয় জার্সি ডিজাইন এবং মার্চেন্ডাইস সংক্রান্ত যাবতীয় বিষয় খেয়াল রাখবে পুমা, যা সারা ভারত সহ বিশ্বে নিজেদের বাজারে আরসিবির কিটকে ছড়িয়ে দেবে।
এই নিয়ে পুমা ইন্ডিয়া এবং সাউথইস্ট এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি বলেছেন, “আমাদের ব্র্যান্ডিংয়ের মান দলের উঠতি সমর্থকমহল এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপ্তির সাথে মিলেছে আর এতে আরসিবি ক্রিকেটের পিচে আমাদের সুযোগ্য পার্টনার।“
এই মুহুর্তে পুমার গোটা ভারতবর্ষে ১৩৫টি শহরে ৩৭০টি দোকান রয়েছে। এদিকে স্বয়ং আরসিবি এবং ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এই ব্র্যান্ডের হয়ে প্রচার করেন। ফলে আরসিবির সাথে পুমার কানেকশনের অন্যতম বড় কারণ নিঃসন্দেহে বিরাট কোহলি।