কে হবেন আরসিবির প্রথম পছন্দের উইকেটকিপার? জবাব দিলেন মাইক হেসন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমের ভুলগুলি শুধরে এই মরশুমে কাঙ্খিত খেতাব জয়ের লক্ষ্যে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই বছর বেশ ভালোমত দলগঠন করেছে এবং টুর্নামেন্ট জয়ের জন্য অন্যতম ফেভারিট। এই পরিস্থিতিতে এবারের মরশুমে কে আরসিবির প্রথম পছন্দের উইকেটকিপার হবেন? সে নিয়ে প্রশ্ন উঠছে।
গত মরশুমে এবি ডি ভিলিয়ার্স উইকেটকিপিংয়ের দায়িত্ব নিয়েছিলেন। এদিকে এই বছর উইকেটকিপার হিসেবে রয়েছে কেএস ভরত এবং মহম্মদ আজহারউদ্দিন। এদিকে জস ফিলিপের পরিবর্তে আসা কিউই ক্রিকেটার ফিন অ্যালেনও উইকেটকিপিং করতে পারেন। এতগুলি অপশন থাকার সাথে, কাকে নিয়ে শুরু করবে আরসিবি টিম ম্যানেজমেন্ট? এই নিয়ে জবাব দিলেন ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন।
আরসিবির টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে মাইক হেসন প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে এবি ডি ভিলিয়ার্সের উপর ভরসা রাখছেন। এই নিয়ে তিনি বলেছেন, “আমরা খুশি এটি বলতে পেরে যে এবি ডি ভিলিয়ার্স কিপিং করতে পছন্দ করেন এবং এটি উনি উপভোগ করেছেন। উনি এটি চালিয়ে যেতে চান। উনি একজন দারুণ অপশন।“
এরপর হেসন বলেছেন, “আমাদের আরও কিছু উইকেটকিপিং অপশন চলছে যা সত্যিই ভালো। মহম্মদ আজহারউদ্দিন গ্লাভস হাতে একজন জাত অ্যাথলিট। আমাদের কে এস ভরত রয়েছে, উনি একজন জাত কিপার, আমাদের অনেক অপশন দিতে পারেন। আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি রাখব না যে কে কি করবেন। আমরা খুশি যে আমাদের কাছে যে অপশন রয়েছে এবং এবি নিঃসন্দেহে একটি ভালো অপশন।“
আগামী ২৯ মার্চ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের প্রস্তুতি শুরু করবে। আগামী ৯ এপ্রিল আইপিএল ১৪ এর উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে বিরাট কোহলির দল।