উদ্বোধনী ম্যাচে 'হর্ষ'-উল্লাস বিরাট বাহিনীর

এপ্রিল ৯ : চেন্নাইয়ে আইপিএল ২০২১- এর রুদ্ধশ্বাস উদ্বোধনী ম্যাচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানসকে টেক্কা দিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জরস বেঙ্গালুরু ।
চিপকের মহারণে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও আইপিএলের অন্যতম সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা । শেষ বলে ম্যাচ জিতে শেষ হাসি হাসলেন ভারত অধিনায়কই ।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি । দীর্ঘদেহী কিউই পেসার কাইল জেইমিসন আর মহম্মদ সিরাজ ভালোই শুরু করেন । তবে বেঙ্গালুরু পেসারদের প্রাথমিক চাপ সামলে মুম্বাই ইনিংসকে দৃঢ় ভিত্তি দেন ক্রিস লিন ও সূর্য্য কুমার যাদব (৩১) । মুম্বাইয়ের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন লিনই । তবে শুরুটা ভালো হলেও শেষ বেলায় ধস নামে মুম্বাই ব্যাটিংয়ে । ১৫ ওভার ৫ বলে , ৩ উইকেটে ১৩৫ থেকে ২০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস । কারণ - হর্ষল পটেল । মধ্যম গতির এই অলরাউন্ডারের দুরন্ত বোলিংয়েই ম্যাচে ফেরে বেঙ্গালুরু। ৪ ওভারে ২৭ রান দিয়ে পাঁচ-পাঁচটি উইকেট নেন তিনি । মুম্বাই ইন্ডিয়ানস-এর বিপক্ষে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন হর্ষল।
জবাবে ব্যাট করতে নেমে মন্থর গতিতে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জরস বেঙ্গালুরু। কোভিড মুক্ত হলেও পালিক্কলকে আজ মাঠে নামায়নি হেসন ম্যানেজমেন্ট । তাঁর বদলে বিরাটের সঙ্গে জুড়ে দেওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে । তবে কাজে আসেনি এই পরিকল্পনা। 'পাওয়ার প্লে'-তে দুই উইকেট হারিয়ে যখন কিছুটা চাপে বিরাট বাহিনী তখনই নবাগত গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি । মূলত কোহলি ( ৩৩) - ম্যাক্সওয়েল ( ৩৯ ) জুটির হাত ধরেই ম্যাচে ফেরে বেঙ্গালুরু । গত আইপিএলে একটিও ছক্কা আসেনি 'বিগ শো' নামে খ্যাত ম্যাক্সওয়েলের ব্যাট থেকে । এদিন তাঁর প্রথম ছক্কাটিই পেরিয়ে যায় ১০০ মিটার । তবে বিরাট - গ্লেন জুটি ভাঙতেই ফের চাপে পড়ে যায় বেঙ্গালুরু । কিন্তু ম্যাচের দিক আবারও পরিবর্তন করে দেন বহু যুদ্ধের নায়ক এবি ডি ভিলিয়ার্স । অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকলেও নিজস্ব ছন্দে ব্যাট করে ম্যাচ প্রায় বেঙ্গালুরুর মুঠোয় এনে দেন প্রোটিয়া কিংবদন্তি । শেষ ওভারে জয়ের জন্য ৭ রানের লক্ষ্যমাত্রা যখন খুবই সহজ মনে হচ্ছে তখনই ম্যাচের পাশা আরেকবার উল্টে যাওয়ার উপক্রম হয় । হঠাৎই রান আউট হয়ে যান ডি ভিলিয়ার্স । টানটান ম্যাচে শেষ বলে এক রান করে বেঙ্গালুরুকে মূল্যবান দুই পয়েন্ট এনে দেন সেই হর্ষল পটেল । সব মিলিয়ে এবি ডি ভিলিয়ার্স ২৭ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেললেও ম্যাচের নায়ক হর্ষলই । এই ম্যাচ জয়ের ফলে চিপকে টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয় পেল বিরাট বাহিনী । অপরদিকে আইপিএলের প্রথম ম্যাচ হারার রেকর্ড অব্যাহত থাকলো মুম্বাইয়ের ।