পন্থ-হেটমায়ারের লড়াইয়েও দিল্লির দর্পচূর্ণ মাত্র এক রানে, আবারও লিগ টপার আরসিবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাত্র এক রানই তফাত গড়ে দিল লিগের দ্বিতীয় ও তৃতীয় দলের মধ্যে। দুর্দান্ত একটি ক্রিকেট ম্যাচের স্বাক্ষী থাকল সকলে, ঋষভ পন্থ ও শিমরন হেটমায়ারের দুরন্ত লড়াইয়েও হার মানতে হল দিল্লি ক্যাপিটালসকে।
প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বেশ চাপে ছিল। ৩০ রানে বিরাট (১১) ও পাডিক্কাল (১৭) আউট হওয়ার পর সামাল দেন গ্লেন ম্যাক্সওয়েল ও রজত পাতিদার। মধ্যপ্রদেশের পাতিদার এদিন বেশ ভালো ব্যাটিং করেন, ২২ বলে ৩১ রান করেন তিনি। কিন্তু আসল শো শুরু হয় নবম ওভার থেকে। এবি ডিভিলিয়ার্স শেষের দিকে অসাধারণ ব্যাটিং করেন৷ শেষ ওভারে মার্কাস স্টোইনিসকে ২৩ রান মারেন এবিডি। শেষ অবধি ৪২ বলে অপরাজিত ৭৫ রান করেন তিনি, আর এই দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে আরসিবি ১৭১/৫ করে।
দলে ফিরে এসে দারুণ বোলিং করেন ইশান্ত শর্মা, একটি মেডেন সহ ২৬ রানে পাডিক্কালের উইকেট নেন তিনি। এদিকে বিরাট কোহলির উইকেট নেওয়া ছাড়া চার ওভারে মাত্র ২৪ রান দিয়েছেন আবেশ খান।
জবাবে শুরুটা বেশ খারাপ হয় দিল্লিরও। ৪৭ রানে টপ অর্ডারের তিন ফর্মে থাকা ব্যাটসম্যান পৃথ্বী শ (২১), শিখর ধাওয়ান (৬) ও স্টিভ স্মিথ (৪) আউট হন। পরে ইনিংস সামাল দেন অধিনায়ক ঋষভ পন্থ ও মার্কাস স্টোইনিস। ভয়ঙ্কর হয়ে ওঠার আগে এবিডিকে ক্যাচ দিয়ে বসেন অসি অলরাউন্ডার। এরপর শুরু হয় হেটমায়ার ঝড়। একদিকে বাউন্ডারি পাচ্ছিলেন না পন্থ, অন্যদিকে অনায়াসে কাইল জেমিসনদের ছয় মেরে চলেছিলেন হেটমায়ার। দুজনেই অর্ধশতরান করলেও দুজনের ধরণ ছিল আলাদা। শেষ ওভারে ১৪ রান দরকার ছিল দিল্লির, কিন্তু শেষ দুই বলে মহম্মদ সিরাজকে দুটি চার মেরেও দলকে জেতাতে পারেননি পন্থ। মাত্র এক রানে জিতে গেল আরসিবি।
এদিকে বোলিংয়ে আবারও উইকেট তুলেছেন বেগুনি ক্যাপ ধারক হর্ষাল প্যাটেল, দুটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া দারুণ বল করেছিলেন কাইল জেমিসন, কেবল শেষ ওভারে ১৫ রান খেয়ে গিয়েছিলেন তিনি। আর এই জয়ের জেরে লিগ শীর্ষে পৌছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও রান রেটে চেন্নাই সুপার কিংসের থেকে অনেকটাই পিছিয়ে। বুধবার সানরাইজার্সের বিরুদ্ধে জয় পেলেই আবারও শীর্ষে সিএসকে।