মুম্বইয়ের হোটেলে প্রচন্ড অস্বস্তিতে রয়েছেন স্যাম বিলিংস, সাহায্যের হাত বাড়ালেন রবিচন্দ্রন অশ্বিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন স্যাম বিলিংস। ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যানকে এবারের নিলামে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর এই মুহুর্তে দলের সাথে মুম্বইয়ের শিবিরে রয়েছেন বিলিংস। কিন্তু ভিনদেশে এসে পাঁচতারা হোটেলে থেকেও প্রচন্ড অস্বস্তিতে রয়েছেন বিলিংস।
কি সমস্যা? আসলে হোটেলে সেভাবে ওয়াইফাই কানেকশন পাচ্ছেন না বিলিংস। জৈব সুরক্ষা বিধি অনুযায়ী হোটেলের বাইরে বেরোনো নিষিদ্ধ, ফলে ক্রিকেটার ও সদস্যদের জন্য ইন্টারনেট বড় ভরসা। কিন্তু ওয়াইফাই না আসায় বিরক্ত বিলিংস। এই নিয়ে গত ২৯ মার্চ টুইট করেন বিলিংস। নেটজেনদের কাছে জানতে যান ভারতের সেরা ওয়াইফাই ডংগল কোনটি।
এদিকে বিলিংসকে সাহায্য করতে ভারতীয় নেটিজেনরা কমেন্টে নানা পরামর্শ দিতে থাকে। এমনকি, জিও, এয়ারটেল বা অন্য কোনও ডংগল কোনটা ভালো, সেই নিয়ে একটি অনলাইন ভোট চালু করেন টুইটারে।
কিন্তু শেষ অবধি বিলিংসের সমস্যা সমাধানে হাজির হন দিল্লি ক্যাপিটালসের আর এক তারকা রবিচন্দ্রন অশ্বিন। হোটেলের ওয়াইফাই নিয়ে অশ্বিনেরও একই সমস্যা হচ্ছিল। সেই কারণে অশ্বিন নিজেই একটি ডংগল কিনে নেন, এবং সেটি টুইটে জানান বিলিংসকে। তিনি লিখেছেন, “আমি একটা কিনেছি বন্ধু। ওটা অনেক ভালো, কিন্তু এই হোটেলের দেওয়ালগুলি ইন্টারনেটের স্পিডকে কমিয়ে দিচ্ছে।“
ভারতের বিরুদ্ধে সদ্য ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলে ছিলেন বিলিংস। প্রথম ওয়ানডেতে খেললেও ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান বিলিংস। এরপর বাকি দুই ম্যাচে সুযোগ পাননি তিনি। এবারের আইপিএলে স্যাম বিলিংস এবং রবিচন্দ্রন অশ্বিন খেলবে নয়া অধিনায়ক ঋষভ পন্থের অধীনে। আগামী ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস।