শচীন বেবির দুরন্ত শতরানে কেরলের বিরুদ্ধে চাপে বাংলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শুক্রবার রঞ্জি ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচে বাংলা মুখোমুখি হয় কেরলের বিরুদ্ধে। সেন্ট জেভিয়ার্স কলেজের মাঠে মুখোমুখি হয় দুই দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেরল।
প্রথম দিনের শেষে দুর্দান্ত ব্যাটিং করল কেরলের ব্যাটাররা। দুর্দান্ত শতরান করেন শচীন বেবি। ২২০ বলে ১১০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও অক্সয় চন্দ্রন অনবদ্য ১৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। সাক্সেনা ৪০ রানের ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৬৫ রান করে কেরল। বাংলার হয়ে একটি করে উইকেট নেন সুরাজ সিন্ধু জয়সওয়াল, আকাশদ্বীপ, অঙ্কিত মিশ্র, শাহবাজ আহমেদ।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিং একটি সংখ্যা মাত্র
রঞ্জি ট্রফি
প্রথম দিন
কেরল : ২৬৫/৪
বাংলা: