রবিন উথাপ্পা ও অজিঙ্ক রাহানেকে লোনে পেতে সিএসকে ও দিল্লিকে আবেদন রাজস্থান রয়্যালসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন বাদেই আইপিএলের ট্রেড উইন্ডো শুরু হয়ে যাবে, যেখানে দুই বা তার কম ম্যাচ খেলা কোনও খেলোয়াড়কে লোনে অন্য দলে পাঠাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। এই পরিস্থিতিতে বেশ কিছু বিদেশী খেলোয়াড়ের বিদায়ে এই ট্রেড উইন্ডোকে কাজে লাগাতে চায় রাজস্থান রয়্যালস।
তবে আসন্ন ট্রেড উইন্ডোতে বিদেশী নয়, বরং স্বদেশী খেলোয়াড় আনতে উদ্যোগী হয়েছে রাজস্থান। আর যা সম্ভাবনা, তাতে দলের দুই প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা ও অজিঙ্ক রাহানেকে ফিরিয়ে আনতে চায় রাজস্থান। সেই মত চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের কাছে আবেদন করেছে রাজস্থান।
চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও অবধি একটিও ম্যাচ খেলেননি এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান। এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটি ম্যাচ খেলেছেন অজিঙ্ক রাহানে, যার ফলে ট্রেড হওয়ার জন্য তিনি উপযুক্ত। যদিও উথাপ্পাকে পেলেও পেতে পারে রাজস্থান, কিন্তু রাহানের মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়ার বোকামো করবে না দিল্লি।
এই মুহুর্তে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। পাঁচ ম্যাচে দুটি জয় পেয়েছে তারা। আগামী ২৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে সঞ্জু স্যামসন অ্যান্ড কোম্পানি।