শক্তিশালী দল নামিয়ে প্রথমে বল করার সিদ্ধান্ত রাজস্থানের, চমক পাঞ্জাবের দলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস। একদিকে নয়া অধিনায়ক সঞ্জু স্যামসনের অধীনে রাজস্থান রয়্যালস গতবারের হতাশাজনক পারফর্মেন্সকে ভুলিয়ে দিতে চাইবে, অন্যদিকে নাম ও পরিচয় বদলে পাঞ্জআব কিংস নিজেদের ভাগ্য বদলের চেষ্টায় থাকবে।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জু স্যামসন। চার বিদেশী হিসেবে তিনি খেলাচ্ছেন জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজুর রহমান এবং ক্রিস ওকস। টসে এসে স্যামসন বলেছেন, “আমরা প্রথমে বল করব। আমাদের প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে প্রথম একাদশ বাছাইয়ে। কিন্তু আমি খুশি যে খেলোয়াড় আমাদের রয়েছে। খুবই উত্তেজিত এই ভূমিকার জন্য।“
এদিকে কে এল রাহুল জানিয়েছেন, তার চার বিদেশী হবেন রাইলে মেরেডিথ, ঝাই রিচার্ডসন, ক্রিস গেইল এবং নিকোলাস পুরান। এই নিয়ে রাহুল বলেছেন, “আমরা সকলেই ওয়াংখেড়ের ইতিহাস জানি। সবাই এখানে প্রথমে বল করতে চায়। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলতে চাইব। আমরা কোনও কিছুকে এখনই গুরুত্ব দেব না। পুরো বিষয়টিই হচ্ছে ব্যাটিং গ্রুপ বোলিং গ্রুপকে সাহায্য করবে এবং এর উল্টোটাও হবে। আমরা নিলামে খুবই খুশি।“
রাজস্থান রয়্যালসের প্লেয়িং একাদশ – জস বাটলার (উইকেটকিপার), মনন ভোহরা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিবম দুবে, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
পাঞ্জাব কিংসের প্লেয়িং একাদশ – কে এল রাহুল (উইকেটকিপার / অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রাইলি মেরেডিথ, মহম্মদ শামি, আর্শদীপ সিং।