শক্তিশালী কলকাতার বিরুদ্ধে চমক আনতে পারে রাজস্থান রয়্যালস, হতে পারে দুই বড় পরিবর্তন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর ম্যাচ হেরে প্রবল অস্বস্তিতে রয়েছে রাজস্থান রয়্যালস। গত ম্যাচে ১৭৬ এর বড় রান তুললেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোনও উইকেট না হারিয়ে অনায়াসে তুলে দেয়। এর জেরে আত্মবিশ্বাস তলানিতে রয়েছে রাজস্থানের। এমন পরিস্থিতিতে এবার সামনে শক্তিশালী কলকাতা নাইট রাইডার্স। পরপর তিন ম্যাচ হারা কেকেআর ক্ষুধার্ত, আর এই ম্যাচে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবেন অধিনায়ক সঞ্জু স্যামসন।
মূলত টপ অর্ডার নিয়ে বেশ সমস্যা হচ্ছে রাজস্থানের। এই অবস্থায় অফ ফর্মে থাকা মনন ভোহরাকে বসিয়ে প্রতিভাবান ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল নয়ত অনুজ রাওয়াতকে নামাতে পারে রাজস্থান। এদিকে বোলিং লাইন আপে মুস্তাফিজুর রহমান একেবারেই কার্যকরী হচ্ছেন না। এর জেরে অসি পেসার অ্যান্ড্রু টাইকে খেলিয়ে দেখতে পারে রাজস্থান। বল হাতে আইপিএলে অত্যন্ত সফল এই ডানহাতি পেসার, এছাড়া ব্যাট হাতে ছোট ক্যামিও খেলতে সক্ষম তিনি।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ - জস বাটলার, যশস্বী জয়সওয়াল / অনুজ রাওয়াত, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, অ্যান্ড্রু টাই, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া।