দেখুন : চোটে দেশে ফিরে যাওয়া বেন স্টোকসকে এমন হৃদয়স্পর্শী উপহার দিল রাজস্থান রয়্যালস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টুর্নামেন্টের মাঝপথেই বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। আঙুলের চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। এর জেরে গত ১৭ এপ্রিল দেশে ফিরে যান স্টোকস। তবে নিজেদের এই তারকা খেলোয়াড়ের বিদায়ের সময় অসাধারণ একটি উপহার দেয় রাজস্থান রয়্যালস।
শনিবার নিজেদের টুইটারে বেন স্টোকসের বিদায়ের ছবি পোস্ট করে রাজস্থান রয়্যালস। আর বিদায়বেলায় তাকে টিমের একটি জার্সি উপহার দেয় টিম ম্যানেজমেন্ট। তবে যেটি উল্লেখযোগ্য, সেই জার্সিতে নাম লেখা ছিল বেন স্টোকসের স্বর্গীয় পিতা জেরার্ড স্টোকসের। কয়েক মাস আগে জটিল রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বেন স্টোকসের পিতা। আর এই টুইটে রাজস্থান রয়্যালস লেখে, "এই অলরাউন্ডার গত রাতে দেশে ফিরে গিয়েছেন যখন স্ক্যানে জানা যায় যে তাঁর আঙুলে অস্ত্রোপচার করা হবে। দ্রুত সুস্থ হয়ে উঠুন চ্যাম্প।"
২০১৮ সাল থেকে রাজস্থান রয়্যালসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়ে এসেছেন স্টোকস। ৩১ ম্যাচে ৬০৪ রান ও ১৬ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে কেবল একটিই ম্যাচ খেলেছেন স্টোকস, যেখানে এক ওভারে তিনি ১২ রান দিয়ে আসেন এবং ব্যাট হাতে তিন বলে শূন্য করেন। তবে স্টোকস নিঃসন্দেহে রাজস্থান রয়্যালসের একটি বড় অংশ।