মানবিক রাজস্থান রয়্যালস, করোনা অতিমারির লড়াইয়ে ৭.৫ কোটি টাকা অর্থসাহায্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে এই মুহুর্তে গোটা দেশ লড়াই করছে। আইপিএল চলাকালীন বেশ কিছু বিদেশী ও স্বদেশী খেলোয়াড়রা নিজেদের মত করে অর্থসাহায্য করেছে এই লড়াইয়ের জন্য। এবার প্রথম ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে রাজস্থান রয়্যালস বড়সড় অর্থ সাহায্য করল করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য।
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে এই অনুদানের কথা ঘোষণা করে রাজস্থান রয়্যালস। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও কর্নধাররা মিলে সাড়ে সাত কোটি টাকার অনুদান দিয়েছে এই অতিমারির মোকাবিলার জন্য।
এদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজস্থান রয়্যালস নিজেদের এক সামাজিক অঙ্গ হিসেবে পরিচিত রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনের সাথে কাজ করছে, যারা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের সাথে যুক্ত। এই আর্থিক অনুদানের মাধ্যমে রয়্যাল রাজস্থান ফাউন্ডেশন গোটা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে করোনার জন্য।