রাজস্থান রয়্যালস শিবিরে মহাসংকট, এই তারকা বিদেশীর যোগদান নিয়ে উঠল সমস্যা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে আইপিএলে মাত্র চার বিদেশী নিয়ে খেলছে রাজস্থান রয়্যালস। এমন পরিস্থিতিতে বেরিয়ে যাওয়া বিদেশীদের পরিবর্তন হিসেবে বদলিদের নিয়োগ করা শুরু করেছে রাজস্থান। শনিবার লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে অনামী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জেরার্ড কুইটজেনকে আনছে রাজস্থান। কিন্তু এর মাঝেও বড়সড় সংকটে পড়ল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।
আঙুলের চোটে দেশে ফিরে যাওয়া ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকসের পরিবর্তে আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রাসি ভ্যান ডার ডুসেন। কিন্তু এখন যা অবস্থা, তাতে হয়ত আইপিএল খেলা হবে না ডুসেনের। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ভারতে আসার ভিসা পেয়ে গিয়েছেন ডুসেন, কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাননি এই ডানহাতি ব্যাটসম্যান। বোর্ডের তরফ থেকে, রিপোর্ট অনুযায়ী, চোটের অজুহাত দেখিয়ে এনওসি প্রদান করা হয়নি।
আর এর জেরে বড় ধাক্কা পেতে চলেছে রাজস্থান রয়্যালস। দূর্বল মিডল অর্ডারে ডুসেনের উপস্থিতি বেশ কার্যকরী হত। আন্তর্জাতিক টি২০তে দারুণ ছন্দে রয়েছেন তিনি, পাঁচ ইনিংসে চারবার ৩০+ স্কোর করেছেন ডুসেন। যদিও যাবতীয় সকল চেষ্টা করছে রাজস্থান রয়্যালস, কিন্তু প্রোটিয়া বোর্ডের এই ভূমিকা নিঃসন্দেহে প্রশ্নযোগ্য। রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস।