বাটলারের শতরানে লন্ডভন্ড সানরাইজার্সের নয়া সংসার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসনের নিয়োগ, দলের সেরা পারফর্মার ডেভিড ওয়ার্নারকে দল থেকে বাদ দেওয়া - সমস্ত কিছু করলেও ভাগ্য বদলাতে পারল না হায়দ্রাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় হার হজম করে সানরাইজার্স হায়দ্রাবাদ।
প্রথমে ব্যাট করে শুরুতে যশস্বী জয়সওয়ালের উইকেট হারালেও দাপুটে পার্টনারশিপ শুরু করেন জস বাটলার ও অধিনায়ক সঞ্জু স্যামসন। একদিকে স্যামসন যখন ধরে খেলেন, তখন অন্য প্রান্তে ঝড় তোলেন ইংরেজ উইকেটকিপার ব্যাটসম্যান। মাত্র ৬৪ বলে ১২৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন বাটলার। আর এর জেরে ২২০ রানের বিশাল রান তোলে রাজস্থান রয়্যালস।
একা রশিদ খান (১-২৪) ছাড়া সানরাইজার্সের আর কেউ সেভাবে চাপ দিতে পারেননি। চোট সারিয়ে ভুবনেশ্বর কুমার ফিরলেও সেভাবে উপযোগী হতে পারেননি।
জবাবে শুরুটা ভালো করে সানরাইজার্স। নয়া ওপেনিং জুটি মনীশ পান্ডে (৩১) ও জনি বেয়ারস্টো (৩০) ভালো শুরু করলেও এরপর কেউই টিকতে পারেননি। নয়া অধিনায়ক কেন উইলিয়ামসন ২১ বলে ২০ রান করেন। শেষ অবধি ১৬৫ রানেই থেমে যায় হায়দ্রাবাদ।
রাজস্থানের হয়ে দারুণ বোলিং করেন ক্রিস মরিস (৩-২৯) ও মুস্তাফিজুর রহমান (৩-২০)। তবে বেশ রান খরচ করে বসেন রাহুল তেওয়াটিয়া।