হারতে হারতে জেতা ভুলেই গিয়েছে কলকাতা নাইট রাইডার্স, বাজিমাত করল রাজস্থান রয়্যালস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১০ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালস, স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাস একেবারে তলানিতে, তার উপর খেলা ওয়াংখেড়ের মত ব্যাটিং স্বর্গে - এমন অবস্থায় জেতাটা স্বাভাবিক ছিল হারের হ্যাটট্রিকে থাকা নাইটদের। এই পরিস্থিতিতে শনিবার যা খেল দেখাল কলকাতা নাইট রাইডার্স, জন্ম-জন্মান্তরেও ভুলতে পারবে না খোদ নাইট সমর্থকরাও।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। আর শুরু থেকেই ধীরগতির ব্যাটিং চালু শুভমন গিল (১১) ও নীতিশ রানার (২২)। দুজনের ১০০ এর কম স্ট্রাইক রেটে পুরো পাওয়ারপ্লে নষ্ট করলেন। একা রাহুল ত্রিপাঠী (৩৬) ও দীনেশ কার্তিক (২৫) ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি এই পিচে। শেষ অবধি ৯ উইকেটে ১৩৩ রানে আটকে যেতে হয় নাইটদের।
আর এদিন দুর্দান্ত বোলিং করে রাজস্থান রয়্যালস। ১৬.২৫ কোটির পেসার ক্রিস মরিস এদিন বোলিংয়ে নিজের মূল্য বোঝালেন। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট নেন মরিস। ভালো বোলিং করেন মুস্তাফিজুর রহমানও (১-২২)।
মাত্র ১৩৪ রান তোলার জন্য বুদ্ধি রেখে ব্যাট করতে হত রাজস্থানকে। শুরুতে জস বাটলারের উইকেট হারালেও দায়িত্ব নিয়ে নেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেনিংয়ে নেমে ঝড় তুলতে শুরু করেন যশস্বী জয়সওয়াল, কিন্তু ১৭ বলে ২২ করে আউট হন তিনি। এরপর শিবম দুবে (২২) ও ডেভিড মিলার (অপরাজিত ২৪) এর সাথে ইনিংস গড়ে তোলেন স্যামসন। অধিনায়কোচিত ইনিংস খেলে একদিক ধরে রাখেন তিনি। আর শেষ অবধি অপরাজিত ৪২ রান করে দলকে জেতান স্যামসন।
ব্যাটিংয়ের মত বোলিংয়ে তেমন কিছু করতে পারেনি কেকেআর। মরশুমে প্রথমবার সুযোগ পাওয়া পেসার শিবম মাভি দারুণ বোলিং করেন, চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট নেন মাভি। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী দুটি উইকেট নেন। ছন্নছাড়া বোলিং করেন প্যাট কামিন্স, ৩৬ রান দিয়ে বসেন ৩.৫ ওভারে। আর এর জেরে সাত বল বাকি থাকতে ছয় উইকেটে জেতে রাজস্থান।
পরপর চার ম্যাচে হেরে নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্স শিবির মুষড়ে পড়েছে। কেবল একটি জয় নিয়ে কি সম্বল বাকি রইল দুই বারের আইপিএল চ্যাম্পিয়নদের, প্রশ্ন উঠছে।