এই অপরাধ করায় পুলিশের কাছে শাস্তি পেলেন তারকা কেকেআর ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পুলিশি ঝামেলার মুখোমুখি হলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ওপেনার রাহুল ত্রিপাঠি। শুক্রবার করোনা বিধি উলঙ্ঘন করায় পুনে পুলিশের কাছে জরিমানায় শাস্তি পেতে হয়েছে মারাঠি এই ক্রিকেটারকে।
একটি রিপোর্ট অনুযায়ী, পুনের কোন্ধাওয়া এলাকায় মাস্ক না পড়ে গাড়ি চালাচ্ছিলেন রাহুল ত্রিপাঠি। আর করোনার দ্বিতীয় ঢেউয়ে কড়া লকডাউনের আওতায় রয়েছে পুনে। আর শুক্রবার দুপুরে এমন অবস্থায় ধরা পড়েন কোন্ধাওয়ার খাদি মেশিন চকে। সেখানে রাহুল ত্রিপাঠির কাছ থেকে ৫০০ টাকা জরিমানা নেয় পুলিশ এবং একটি চালানও কাটা হয় ত্রিপাঠির নামে।
এই নিয়ে কোন্ধাওয়া থানার সিনিয়র ইনস্পেক্টর সর্দার পাটিল বলেছেন, "ক্রিকেটার রাহুল ত্রিপাঠি কোনও মাস্ক পড়েননি এবং লকডাউনের মাঝে কোনও কারণ ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। ওনার সাথে আরও কয়েকজন ছিল।"
মাঠে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও মাঠের বাইরে ত্রিপাঠি পরিচিত একজন দায়িত্ববান ও সময়ের সাথে মিলিয়ে চলা একজন মানুষ, যিনি আনন্দ করতে পছন্দ করেন। একটি সাক্ষাৎকারে ত্রিপাঠির এই গুণগুলির কথা বলেছিলেন কেকেআর সতীর্থ প্যাট কামিন্স। আর সেই ত্রিপাঠির তরফ থেকে এমন কাজ সত্যিই অভাবনীয়।