টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অপরিবর্তিত কলকাতা নাইট রাইডার্সের, পাঞ্জাব কিংসে একটিই পরিবর্তন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই নয়া পরিবেশে প্রথমবার আইপিএল খেলা হবে।
এই ম্যাচে টসে জিতলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যান, এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। টসে এসে মর্গ্যান বলেছেন, "আমরা একটি বড় পদক্ষেপ নিতে চাইছি। আমরা বিশ্বাস রাখি আমাদের খেলোয়াড়দের উপর। আসন্ন দিনে, আমরা আরও বেশি গভীরতা দেখতে পারব আমাদের দলে। আমার মনে হয় এখান থেকে একদিকেই আমাদের যেতে হবে। আমাদের কাছে সুযোগ রয়েছে এই হারের দৌড়কে ঘুরিয়ে দেওয়ার এবং আমরা জানি এটি আমরা পাল্টাতে পারব।"
এদিকে পাঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুল টসের পর বললেন, "নতুন মাঠ ও নতুন পিচ, খুব জরুরি ভালো শুরু করার জন্য। দর্শক থাকলে ভালো হত, কিন্তু জরুরি হল আমাদের দেশ এর সাথে লড়াই করবে। মুম্বইয়ের বিরুদ্ধে জয় আমাদের সাহায্য করেছে, কঠিন উইকেটে রান তাড়া করার জেরে আমাদের দল আবারও একত্রিত হয়েছে।"
এদিকে কলকাতা নাইট রাইডার্স দলে কোনও পরিবর্তন হয়নি, পাঞ্জাব কিংসে ফাবিয়ান অ্যালেনের জায়গায় এসেছে ক্রিস জর্ডান।
কলকাতা নাইট রাইডার্স প্লেয়িং একাদশ - নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, সুনীল নারাইন, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।
পাঞ্জাব কিংস প্লেয়িং একাদশ - কে এল রাহুল (উইকেটকিপার / অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, মোইসেস হেনরিকেস, শাহরুখ খান, ক্রিস জর্ডান, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, আরশদীপ সিং।