হেরে কাহিল কলকাতাকে আরও চাপে ফেলতে এই শক্তিশালী একাদশে নামছে পাঞ্জাব কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপুটে জয় পেয়ে চুড়ান্ত আত্মবিশ্বাসী কে এল রাহুলের পাঞ্জাব কিংস। এই পরিস্থিতিতে এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সামনে কলকাতা নাইট রাইডার্স। পরপর চার ম্যাচ হারা নাইটদের দুঃস্বপ্নের দৌড়কে বজায় রাখতে চাইবে পাঞ্জাব কিংস।
ব্যাটিংয়ের কথা বললে, সেরকম কোনও পরিবর্তনের আবশ্যকতা নেই। টপ অর্ডারে রাহুল, মায়াঙ্ক আগরওয়াল ও ক্রিস গেইল বেশ ভালো ফর্মে রয়েছে। ফিনিশিংয়ে মোইসেস হেনরিকেস, দীপক হুডা ও শাহরুখ খানের আগ্রাসী ব্যাটিং বেশ কার্যকরী। তবে অফ ফর্মে থাকা নিকোলাস পুরানকে নিয়ে চিন্তা রয়েছে পাঞ্জাবের।
এদিকে বোলিংয়ে ক্রিস জর্ডান এই ম্যাচেও থাকছেন। মোইসেস হেনরিকেস বল হাতে বেশ ভালো ভূমিকা নিয়েছিলেন পাওয়ারপ্লেতে। এদিকে রবি বিষ্ণোইয়ের স্পিন বেশ কাজে এসেছে। মহম্মদ শামি ও আরশদীপ সিংয়ের জুটি চাইবে কেকেআরের ভঙ্গুর টপ অর্ডারকে ভাঙতে। এছাড়া প্রয়োজনে দীপক হুডা নিজের অফ স্পিন ফেলতে পারেন এই স্পিন সহায়ক পিচে।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ - কে এল রাহুল (উইকেটকিপার / অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, মোইসেস হেনরিকেস, ক্রিস জর্ডান, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, আরশদীপ সিং।