ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার ২০২৪ আইপিএলের ২৩ তম ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস। বর্তমানে ৪ ম্যাচ খেলে দুটি দলই ৪ পয়েন্ট পেয়েছে। রান রেটের জন্য হায়দরাবাদ পঞ্চম এবং পাঞ্জাব ষষ্ঠ স্থানে রয়েছে। অর্থাৎ এই ম্যাচ যে জিতবে সেই দলের কাছে সুবর্ণ সুযোগ থাকবে প্রথম চারে প্রবেশ করার।
শেষ পাঁচ সাক্ষাতে দুইবার জিতেছে পাঞ্জাব দল। ২০২৩ সালে শেষ সাক্ষাতে হায়দরাবাদ জিতেছিল ৮ উইকেটে।
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের প্রথম একাদশ জেনে নিন-
পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক),জনি বেয়ারস্টো, প্রবসিমরন সিং, জিতেশ শর্মা (উইকেট কিপার), সিকন্দর রাজা, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, স্যাম কারান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং