হরপ্রীত ঝড়ে লাইনচ্যুত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আত্মবিশ্বাস ফিরে পেল পাঞ্জাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নবাগত পাঞ্জাব তনয় হরপ্রীত ব্রার এই রাতটিকে কোনওদিনও ভুলতে পারবেন না। দুই ওভারে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সের মত তিন সুপারস্টার ক্রিকেটারকে আউট করে দারুণ অভিষেক করলেন বাঁ হাতি এই স্পিনার। আর এর জেরে দুর্দান্ত জয় তুলে আনল পাঞ্জাব কিংস।
প্রথমে ব্যাট করতে নেমে কে এল রাহুল ও ক্রিস গেইল দারুণ ব্যাটিং করছিলেন। পুরোনো মেজাজে দেখা গিয়েছিল গেইলকে। এক ওভারে কাইল জেমিসনকে ছয়টি চার মারেন গেইল। কিন্তু শেষ অবধি ২৪ বলে ৪৬ করে আউট হন গেইল। এরপর একে একে মিডল অর্ডার ধসে পড়ে পাঞ্জাবের। এমন অবস্থায় এগিয়ে আসেন কে এল রাহুল। শেষ ওভারে হর্ষাল প্যাটেলকে ধুয়ে দিয়ে অপরাজিত ৯১ রান করেন রাহুল। দারুণ সঙ্গ দেন হরপ্রীত ব্রার (অপরাজিত ২৫)। আর এই জুটির জেরে পাঞ্জাব ১৭৯/৫ তোলে।
জবাবে প্রচন্ড ধীর শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরুতে পাডিক্কালের উইকেট হারানোর পর তিন নম্বরে নামা রজত পাতিদার খেলতেই পারছিলেন না, যার জেরে চাপ পড়ে বিরাট কোহলির উপর। শেষ অবধি ৩৫ রান করে হরপ্রীতের বলে বোল্ড হন। আর পরপর আউট হন গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্স। আর সেখানেই ম্যাচ শেষ হয়ে যায় আরসিবির জন্য। শেষে ১৩ বলে ৩১ রানের দুরন্ত ক্যামিও খেলেন হর্ষাল প্যাটেল। যার জেরে কোনওরকমে ১৪৫/৮ তুলতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আর এর জেরে ৩৪ রানে ম্যাচ জেতে পাঞ্জাব কিংস। এই জয়ের সাথে পঞ্চম স্থানে উঠে এল রাহুলের দল। এদিকে হেরেও তৃতীয় স্থানেই রইল আরসিবি।