স্যামসন ঝড়েও নায়ক আর্শদীপ, শারজার বদলা এল মুম্বইয়ে

সব্যসাচী ঘোষ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম আবারও স্বাক্ষী থাকল দুই দলের দুর্ধর্ষ ব্যাটিং ঝড়ের। রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস নিজেদের প্রথম ম্যাচেই জয় পেতে মরিয়া ছিল। আর সেই মত এক অসাধারণ ম্যাচ দেখতে পেল ক্রিকেট বিশ্ব। শারজায় যেভাবে পাঞ্জাবের জেতা ম্যাচ ছিনিয়ে নিয়েছিল রাজস্থান, এবার মুম্বইয়ে যেন তার বদলা নিল পাঞ্জাব।
প্রথমে ব্যাট করে শুরুতেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় পাঞ্জাব। এরপর হাল ধরেন ক্রিস গেইল (৪০) এবং অধিনায়ক কে এল রাহুল। দুরন্ত ইনিংস খেলে গেইল আউট হওয়ার পর শুরু হল চার ছয়ের ঝড়। চার নম্বরে দীপক হুডা নেমে ২৮ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে চারটি চার ও ছয়টি ছয় মারেন।
তবে পাঞ্জাবকে ২২২ রানে নিয়ে যেতে বড় ভূমিকা নিয়েছেন অধিনায়ক রাহুল। ৫০ বলে ৯১ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। এদিকে রাজস্থানের হয়ে অভিষেকে দারুণ বল করেন তরুণ পেসার চেতন সাকারিয়া, তিন উইকেট নেওয়া ছাড়াও নিকোলাস পুরানের দুর্ধর্ষ ক্যাচ ধরেন তিনি। তিনি ছাড়া আর কেউ ছাপ ফেলতে পারেননি।
জবাবে রাজস্থান প্রথম ওভারেই হারায় বেন স্টোকসকে। এরপর মনন ভোহরা ও জস বাটলার সেভাবে কিছু করতে পারেননি। তবে নয়া অধিনায়ক সঞ্জু স্যামসন একা কুম্ভ হয়ে লড়ে যাচ্ছিলেন। প্রথমে শিবম দুবের সাথে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন স্যামসন। আর তারপর রিয়ান পরাগের সাথে দারুণ একটি পার্টনারশিপ গড়েন স্যামসন।
এরপর স্যামসন এমন প্রহার শুরু করেন, যা দেখে মনে হয়েছিল সহজেই ম্যাচ জিতে যাবে রাজস্থান। দুর্দান্ত শতরান করে সেই আশাই তৈরি করেছিলেন স্যামসন। কিন্তু শেষ ওভারে তরুণ পেসার আর্শদীপ সিংয়ের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে চার রানে হেরে যায় রাজস্থান।