বোলিংকে শক্তিশালী করতে এই প্রাক্তন অসি পেসারকে বোলিং কোচ হিসেবে আনল পাঞ্জাব কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএলের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত মরশুমে বোলিং বিভাগের ব্যর্থতার জেরে প্লে অফসের দৌড় থেকে ছিটকে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এবার নাম ও লোগো বদল করে পাঞ্জাব কিংস নিজেদের খেতাব ভাগ্য বদলেও মরিয়া।
এবার আইপিএল ১৪ এর জন্য নিজেদের বোলিং কোচ হিসেবে পাঞ্জাব কিংস নিয়োগ করল প্রাক্তন অসি পেসার ড্যামিয়েন রাইটকে। ৪৫ বছরের এই প্রাক্তন ক্রিকেটারকে নিয়োগ করার বিষয়ে নিজেদের টুইটারে পোস্ট করেছে পাঞ্জাব কিংস। সেখানে তারা লিখেছে, “রাইট একেবারে রাইট জায়গায় এসেছে। আরও একজন অসি এল আমাদের ঘরে।“
প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২৩টি ম্যাচ খেলেছেন এই ড্যামিয়েন রাইট। ১৯৯৭-৯৮ মরশুমে তাসমানিয়ার হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেট শুরু করেন রাইট। শেষ অবধি ভিক্টোরিয়ার হয়ে খেলেন রাইট। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ার, গ্ল্যামরগ্যান, সমারসেট ও উরস্টারশায়ারের হয়ে খেলেন।
অবসরের পর তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কয়েক দিন দায়িত্ব সামলান। এরপর বিগ ব্যাশ লিগে ২০১২ সালে মেলবোর্ন স্টার্সে এবং ২০১৩ সালে হোবার্ট হারিকেন্সের বোলিং কোচের দায়িত্ব সামলান রাইট। ২০১৩-১৪ বিগ ব্যাশে রাইটের কোচিংয়ে হারিকেন্স ফাইনালে গিয়ে হেরে যায় এবং পরের বছর অবলুপ্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যায়।
কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলের সাথে কেমন কাজ করেন ড্যামিয়েন রাইট, সেটাই দেখার। এই মরশুমে বেশ কিছু নতুন খেলোয়াড়কে নিয়েছে পাঞ্জাব কিংস। নতুন ও অভিজ্ঞদের মিশেলে পাঞ্জাবের বোলিং লাইন আপ বেশ শক্তিশালী বলেই মনে করা হচ্ছে।