পাঞ্জাব কিংসের দুর্ধর্ষ জয়ে হার্ট অ্যাটাক হতে বাঁচলেন প্রীতি জিন্টা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্ধর্ষ একটি ম্যাচের স্বাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। দুরন্ত ব্যাটিংয়ের প্রদর্শন দেখিয়েছেন পাঞ্জাব ও রাজস্থান, কিন্তু মাত্র চার রানের জন্য জয় পেল না রাজস্থান। নয়া অধিনায়ক সঞ্জু স্যামসন দুর্দান্ত শতরান করেও রাজস্থানকে জেতাতে পারেননি। আর এই ম্যাচ দেখে ক্রিকেটভক্তদের হৃদযন্ত্রে বেশ ভালোই চাপ পড়েছে, তা স্পষ্ট।
এই অবস্থায় পাঞ্জাব কিংসের কর্নধার প্রীতি জিন্টা অল্পের জন্য হার্ট অ্যাটাক হওয়া থেকে বেঁচে গেলেন। আসলে এই দুর্দান্ত ম্যাচে প্রচন্ড চাপে পড়ে গিয়েছিলেন প্রীতি, আর শেষ অবধি জয় আসায় হাঁফ ছেড়ে বাঁচলেন বলিউড অভিনেত্রী। সেই নিয়ে এবার বিশেষ টুইট করেছেন প্রীতি।
ম্যাচের পর প্রীতি জিন্টা নিজের টুইটারে লিখেছেন, “দারুণ একটি ম্যাচ! আমাদের একটি নতুন নাম এবং নতুন জার্সি রয়েছে, তবুও পাঞ্জাব আমাদের ম্যাচে হার্ট অ্যাটাক দিতে আটকাবে না। কি করা যায়? আমাদের পক্ষে খুব ভালো খেলা নয় কিন্তু শেষে একেবারে পারফেক্ট। উফফ!”
প্রথমে ব্যাট করে কে এল রাহুল ও দীপক হুডার ঝোড়ো ব্যাটিংয়ে পাঞ্জাব কিংস ২০ ওভারে ২২১ রান তোলে। জবাবে সঞ্জু স্যামসন একা কুম্ভ হয়ে মাত্র ৬৩ বলে ১১৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন, কিন্তু শেষ বলে আউট হয়ে রাজস্থানকে জেতাতে পারেননি নয়া অধিনায়ক স্যামসন।