করোনায় আক্রান্ত তারকা পেসার প্রসিধ কৃষ্ণা, ইংল্যান্ড সফরে অনিশ্চিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের চতুর্থ খেলোয়াড় হিসেবে এবার করোনায় আক্রান্ত হলেন তারকা পেসার প্রসিধ কৃষ্ণা। এই নিয়ে এক সূত্র জানিয়েছে, "প্রসিধ করোনায় আক্রান্ত হয়েছেন। ওনার রেজাল্ট এসেছিল এবং উনি পজিটিভ এসেছেন।"
আর এর জেরে ভারতীয় দলের সাথে ইংল্যান্ড যাওয়া অনিশ্চিত হয়ে গেল কর্নাটকের এই ডানহাতি পেসারের। শুক্রবার বিসিসিআই দ্বারা ঘোষিত দলে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছিলেন প্রসিধ, যেখানে টিম ইন্ডিয়া খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
এদিকে শনিবার সকালে, ভারত ছাড়ার আগে করোনা পজিটিভ আসেন কলকাতা নাইট রাইডার্সের বিদেশী ক্রিকেটার টিম সেইফার্ট। এর জেরে তিনি আহমেদাবাদে আইসোলেশনে রয়েছেন এবং দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই নিয়ে যাওয়া হবে।