এবারের আইপিএলের সবথেকে আত্মবিশ্বাসী দল হিসেবে এই ফ্র্যাঞ্চাইজিকে তুলে ধরলেন প্রজ্ঞান ওঝা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজ, অর্থাৎ শুক্রবার থেকে আইপিএলের চতুর্দশ সংস্করণের মহারণ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই অবস্থায় এবারের আইপিএলে প্রায় প্রতিটি টিমকেই বেশ শক্তিশালী দেখাচ্ছে। এই অবস্থায় কে ফেভারিট এটি বলা মুশকিল।
তবে ফেভারিট না হলেও এই ফ্র্যাঞ্চাইজিকে সব থেকে আত্মবিশ্বাসী দেখতে পাচ্ছেন প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা। তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে সব থেকে কমপ্লিট এবং আত্মবিশ্বাসী দল হিসেবে বোধ করছেন। এই নিয়ে ওঝা বলেছেন, “মুম্বই ইন্ডিয়ান্স একটি সম্পূর্ণ দল, গত কয়েক বছরে ওরা সেভাবে কিছু পাল্টায়নি। এমনকি এই বছরের নিলামে তারা শুধু পরিবর্ত খুঁজছিল।“
এদিকে পাঁচবারের খেতাব জয়ী মুম্বইকে আত্মবিশ্বাসী বললেও বেশি আত্মবিশ্বাসী না হওয়ার পরামর্শ দিলেন ওঝা। তিনি বলেছেন, “পুরো দলটিই সেট রয়েছে, আর এটি খুব শক্তিশালী দল হিসেবেই মনে হচ্ছে। ২০১৯ এবং ২০২০ সালে পরপর খেতাব জিতে, আমার মনে হয় ওরা সব থেকে আত্মবিশ্বাসী দল। ওদের আত্মবিশ্বাস থাকা উচিত কিন্তু অধিক আত্মবিশ্বাস হওয়া উচিত নয়।“
শেষে ওঝা বলেছেন যে দুর্দান্ত ব্যক্তিত্বদের আনা হলেও একটি দল হিসেবে গঠন করা সব থেকে কঠিন। এই নিয়ে তিনি বলেছেন, “প্রতিটি আইপিএলের আগে আমি বলি যে এই টুর্নামেন্টের বিষয় হচ্ছে কিভাবে খেলোয়াড়রা এক সাথে হবেন। আপনার কাছে ১১জন দুর্দান্ত ব্যক্তিত্ব থাকতে পারে কিন্তু একটি দল হিসেবে সেটি এক সাথে নাও হতে পারে কারণ তাদের মধ্যে সেই সময় ছিল না একে অপরকে জানার। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে সকলে এক সাথে হবে, কি ফর্মে তারা রয়েছে, কিরকম মানসিক পরিস্থিতিতে তারা রয়েছে।“