ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে বড়সড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে এজবাস্টনে লড়াই করছে ভারত ও ইংল্যান্ড। এরই মাঝে কূটনৈতিক সফরে ত্রিনিদাদ ও টোবাগোতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সম্বন্ধে বড় মন্তব্য করলেন মোদী।
সে দেশের পার্লামেন্টে বৈঠকের পর দর্শকদের উদ্দেশ্যে যখন বক্তৃতা রাখছিলেন মোদী, সেই সময়ে মজা করে ক্রিকেট নিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমায় বলতেই হবে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম বড় ভক্ত ভারতীয়রা। আমরা ওদের জন্য হৃদয় দিয়ে গলা ফাটাই। তবে যখন ওরা আমাদের বিরুদ্ধে খেলে, সেই সময়টা নয়।"
View this post on Instagram
বর্তমানে ভারত যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে, তেমনই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বার্বাডোসে হওয়া প্রথম টেস্টে দুরন্ত লড়াই করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।