পিএম কেয়ারসে নয়, ভারতে করোনার লড়াইয়ে ইউনিসেফকে আর্থিক অনুদান দিলেন প্যাট কামিন্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতে করোনার পরিস্থিতির জন্য বিপুল অর্থ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারকা অসি পেসার প্যাট কামিন্স। এবং কলকাতা নাইট রাইডার্সের এই সুপারস্টার জানিয়েছেন, প্রধানমন্ত্রী করোনা তহবিল অর্থাৎ পিএম কেয়ারস ফান্ডে ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদান দেবেন তিনি।
কিন্তু এবার নিজের প্রতিশ্রুতি থেকে কিছুটা সরে দাঁড়ালেন কামিন্স। পিএম কেয়ারসে নয়, বরং ইউনিসেফের অস্ট্রেলিয়ার শাখায় নিজের অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন কামিন্স। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইউনিসেফ অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে ভারতে করোনার লড়াইয়ে ৫০ হাজার ডলার অনুদান দেয় এবং বিশেষ তহবিল গড়ে দেশবাসীকে অনুদান দেওয়ার অনুরোধ জানায়। আর সেই কারণে দেশের তহবিলেই বিশ্বাস করে নিজের অর্থ প্রদান করলেন তারকা এই পেসার।
নিজের সোশ্যাল মিডিয়ায় প্যাট কামিন্স ক্রিকেট অস্ট্রেলিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রতিটি অস্ট্রেলিয়ানদের কাছে আবেদন করেছেন যাতে ভারতের এই পরিস্থিতির জন্য সাহায্য করতে।
এদিকে যখন জানতে পারে যে প্যাট কামিন্স নিজের অনুদান পিএম কেয়ারসে দেবেন, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ রাজনৈতিক আলোচনা শুরু হয়েছিল। যদিও সেই রাজনীতির বিষয়ে জানবেন না কামিন্স, সেটিই স্বাভাবিক। কিন্তু এই মুহুর্তে করোনায় জেরবার কলকাতা নাইট রাইডার্স শিবির। বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনায় আক্রান্ত হওয়ার জেরে পুরো দল আহমেদাবাদের হোটেলে কোয়ারেন্টিনে চলে গিয়েছে।