আইপিএল হওয়া জরুরি ছিল, করোনায় এই মেগা টুর্নামেন্ট আয়োজন নিয়ে বার্তা প্যাট কামিন্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতে যখন করোনা পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠেছে, তখন দেশে রমরমিয়ে চলছিল আইপিএল। কিন্তু কড়া বলয়ের মধ্যে করোনা সংক্রমণ প্রবেশ করায় স্থগিত হল এই মেগা টুর্নামেন্ট। আর এর পর দেশের মানুষ তথা ক্রিকেট বিশ্ব প্রশ্ন তুলেছে এই কঠিন পরিস্থিতিতে ভারতে আইপিএলের আয়োজন নিয়ে।
এবার কার্যত বিসিসিআই ও আইপিএলের পাশে দাঁড়ালেন তারকা অসি পেসার প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটার মনে করেন, আইপিএল হওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ এর জেরে রাতে অন্তত চার ঘন্টা মানুষ বাড়িতে থাকতে পারত।
এই নিয়ে অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে কামিন্স বলেছেন, "প্রথম জিনিস যেটি আমি করতে চেয়েছিলাম তা হল আইপিএল খেলাটা সঠিক সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। দেশের মানুষদের সাথে কথা বলার পর, কয়েক জনের মত ছিল যে করোনার এমন অবস্থায় ক্রিকেট হওয়াটা উচিত নয়। কিন্তু ভারতের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাচ্ছিলাম তা ভিন্ন। তারা প্রত্যেকেই বলেছিল যে লকডাউনে এত মানুষ খুশি ছিল যে তারা প্রতি রাতে তিন থেকে চার ঘন্টা আইপিএল দেখতে পারত।"
এই নিয়ে কামিন্স আরও বলেছেন, "মানুষকে একটি রুটিন তৈরি করে দেয়, এতে মানুষ বাড়িতে থেকে যায়। সকলেই ভেবেছিল এটি আইপিএল হওয়ার ইতিবাচক দিক। আমি ভেবেছিলাম আমি কি করতে পারি? ভারত আমার কাছে একজন খেলোয়াড় হিসেবে খুব ভালো ছিল। এখানকার মানুষ দারুণ। আমি চেষ্টা করছিলাম সাহায্য করার এবং প্রতিদান দেওয়ার।"
ইতিমধ্যেই সকল অস্ট্রেলিয়ান খেলোয়াড়-কর্মী ও ধারাভাষ্যকাররা মালদ্বীপ পৌঁছে গিয়েছেন। সেখানে কোয়ারেন্টিনে থেকে তারপর তারা অস্ট্রেলিয়ায় ফিরবেন।