ভারত-পাক সংঘাতে পালিয়েছে যন্ত্রবিদরা, পাকিস্তান সুপার লিগে নেওয়া যাবে না ডিআরএস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতের প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি তো হয়েইছে, ক্রীড়াগত দিক থেকেও মুখ পুড়ছে প্রতিবেশী দেশের। সারা বিশ্বের টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে যখন ডিসিশন রিভিউ সিস্টেম অর্থাৎ ডিআরএস রমরমিয়ে চলছে, তখন পাকিস্তানের সব থেকে বড় প্রতিযোগিতায় ব্যবহার করা যাবে না এই প্রযুক্তি।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান সুপার লিগে ডিআরএস প্রযুক্তির জন্য যে যন্ত্রবিদরা ছিলেন, তাঁরা কেউই পাকিস্তানে ফিরতে চাইছেন না। এদিকে সাময়িক বিরতির পর গত ১৭ মে থেকে শুরু হয়েছিল পিএসএল, যার ফাইনাল হবে আগামী ২৫ মে।
পুনরায় শুরু হওয়ার পর থেকে এই লিগে ডিআরএস ব্যবহার করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। জানা গিয়েছে, অধিকাংশ যন্ত্রবিদই ছিলেন ভারতীয়। ফলে তাদের পক্ষে পাকিস্তানে ফেরা সম্ভব হচ্ছে না। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে প্রতিযোগিতার বাকি অংশ করার, কিন্তু আমিরশাহি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।