আইপিএল শুরুর আগেই বিরাট পরিবর্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএল শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি, আর তার আগেই বড় পরিবর্তন হতে চলেছে আরসিবি দলে। খবর অনুযায়ী, পরিবর্তন হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের নাম। সম্প্রতি বেঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজির তরফে ভিডিও প্রকাশ করা হয়। যেখান থেকে নাম পরিবর্তনের জল্পনার সৃষ্টি হয়।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে খেলে এই ফ্র্যাঞ্চাইজি। তবে সেই সময় বেঙ্গালুরুর নামও ছিল ব্যাঙ্গালোর। কিন্তু ২০১৪ সালে নাম পরিবর্তন হয়ে বেঙ্গালুরু হয়ে যায়। যদিও আরসিবি দল সেই সময় নাম পরিবর্তন করেনি। তবে এবার সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিল এই ফ্র্যাঞ্চাইজি।
প্রসঙ্গত ১৬ বছরে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল। নাম পরিবর্তন হয়ে কি ভাগ্য ফিরবে বিরাট কোহলি-ফাফ দুপ্লেসির দলের? উত্তরের অপেক্ষায় আরসিবি ভক্তরা।